বাংলা নিউজ > বায়োস্কোপ > Didi No 1: 'ছোট থেকেই খালি বিয়ে করতে চাই', দিদি নম্বর ওয়ানে আর একা নয়, বরকে নিয়ে আসতে চান অন্বেষা!

Didi No 1: 'ছোট থেকেই খালি বিয়ে করতে চাই', দিদি নম্বর ওয়ানে আর একা নয়, বরকে নিয়ে আসতে চান অন্বেষা!

দিদি নম্বর ওয়ানে অন্বেষা

Didi No 1: দিদি নম্বর ওয়ানে রবিবার খেলতে এসেছিলেন জনপ্রিয় গায়িকারা। সেখানেই নিজের বহুদিনের ইচ্ছের কথা জানালেন অন্বেষা দত্ত।

দিদি নম্বর ওয়ান মানেই সেলিব্রিটিদের হাঁড়ির খবর ফাঁস হয়ে যাওয়া! কখনও রচনা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই খবর জানান, কখনও আবার প্রতিযোগীরা বলে দেন। এদিনও তার অন্যথা হল না। এদিন দিদির সঙ্গে দিদি নম্বর ওয়ান খেলতে এসেছিলেন সারেগামাপা খ্যাত গায়িকা অন্বেষা দত্ত। সেখানে এসেই তিনি তাঁর বহুদিনের স্বপ্নের কথা জানালেন।

দিদি নম্বর ওয়ানে অন্বেষা দত্ত

দিদি নম্বর ওয়ানে এদিন অন্বেষা দত্ত, চন্দ্রিকা ভট্টাচার্য, প্রমুখ এসেছিলেন। সেখানে অন্বেষা জানান তিনি বহুদিন ধরে বিয়ে করতে চান। এটা তাঁর ছোটবেলার স্বপ্ন। প্রসঙ্গত গত বছরের শেষ দিকে বাগদান সেরেছেন অন্বেষা। নভেম্বর মাসের ২৪ তারিখ অভিরূপ চট্টোপাধ্যায়ের সঙ্গে আংটি বদল সারেন তিনি। সেই কথা উঠতেই এদিন অন্বেষা জানান, 'আমার বহুদিনের ইচ্ছে ছিল নিজের একটি ব্যান্ড হবে। ছোট থেকেই ব্যান্ড, রক, ওয়েস্টার্ন মিউজিক শুনে বড় হয়েছি। তাই এটা চাইতাম। তারপর যখন সেই স্বপ্ন সত্যি হল তখনই ওকে পেলাম। কদিনের আলাপের পর কী একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হল, তারপর সোজা প্রেম। ২-৩ মাসের মধ্যে বাড়ি থেকে বিয়েও ঠিক করে ফেলল।'

আরও পড়ুন: 'উদ্দেশ্য একটাই ছিল...', পুনমের ভুয়ো মৃত্যুর খবর রটানোর পর ক্ষমা প্রার্থনা ডিজিটাল এজেন্সির

আরও পড়ুন: ফিরছে দেব-মিঠুনের জুটি? জল্পনা উসকে প্রযোজক বললেন 'অনেকেই বলছে প্রজাপতি বা প্রধানের সিক্যুয়েল, কিন্তু...'

রচনা এই কথা শোনার পর বলেন 'তাহলে তো ভালো। তোমরা এক পেশায় যখন একে অন্যকে বুঝবে, অসুবিধা হবে না।' সেটা শুনে অন্বেষা বলেন, 'হ্যাঁ, আমরা একসঙ্গে অনেক ঘুরেছি, শো করছি। ভালোই লাগছে বেশ।' তারপর গায়িকা জানান, 'আমার ছোট থেকেই ইচ্ছে আমি বিয়ে করব। আমি সংসার করতে চাই।'

কিন্তু কবে বিয়ে করছেন তাঁরা? সেই প্রসঙ্গ উঠতেই অন্বেষা বলেন, 'এই বছর বা পরের বছরই। দেখো পরের যেন শাঁখা সিঁদুর পরে, বরকে নিয়ে আসতে পারি।' তাঁর এই কথা শুনে সকলে হেসে গড়িয়ে পড়েন।এদিন কেবল অন্বেষা একা নন। চন্দ্রিকাও তাঁর বরের সম্পর্কে কথা বলেন। জানান তাঁর বর ভীষণ লক্ষ্মী। তিনি বিয়ের পর থেকে এখনও একদিনও চা বানাননি সকালবেলায়।

আরও পড়ুন: ১৩তম গ্র্যামি অ্যাওয়ার্ড ঝুলিতে পুরলেন টেলর সুইফ্ট, মিলি সাইরাস, শঙ্কর মহাদেবন সহ আর কে কোন পুরস্কার পেলেন?

আরও পড়ুন: জ্যাকেটের মধ্যে থেকে উঁকি মারছে ছোট্ট কুকুরছানা, ‘পারিয়া’ মুক্তির আগে অভিনব বাইক র‍্যালি বিক্রম - শ্রীলেখাদের

দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে

দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।

বায়োস্কোপ খবর

Latest News

এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন বিকিনিতে বিদেশিনী, বাবার কোলে থাকা খুদে হাঁ! ২বার বিয়ে ভাঙা নায়ককে চিলেন? পুজোয় ত্বকের পাশাপাশি যত্ন নিন নাভিরও, কেন জরুরি এটি ? জানুন উপকারিতা রক্তক্ষয় এড়াতে আজও জঙ্গলমহলের এই গুহার ভিতরে চলে মায়ের আরাধনা, থাকে বিশেষ রীতি 'মেহেন্দি লাগাকে রাখনা', বিয়ের আগে জমিয়ে নাচলেন সায়নদীপ-রূপসা IPL 2024-এ ধোনি কখনও হেরে রেগে যাননি, মিথ্যে বলেছেন হরভজন! CSK ফিজিওর বড় দাবি 'মালাবদল হবে আজ রাতে', বিয়ের আগে গায়ে হলুদে মাখামাখি সায়নদীপ-রূপসা ধর্ষণ রুখতে কেন আনতে হল অপরাজিতা বিল? কারণ বোঝাতে কলম ধরলেন মমতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.