দিদি নম্বর ওয়ান মানেই সেলিব্রিটিদের হাঁড়ির খবর ফাঁস হয়ে যাওয়া! কখনও রচনা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই খবর জানান, কখনও আবার প্রতিযোগীরা বলে দেন। এদিনও তার অন্যথা হল না। এদিন দিদির সঙ্গে দিদি নম্বর ওয়ান খেলতে এসেছিলেন সারেগামাপা খ্যাত গায়িকা অন্বেষা দত্ত। সেখানে এসেই তিনি তাঁর বহুদিনের স্বপ্নের কথা জানালেন।
দিদি নম্বর ওয়ানে অন্বেষা দত্ত
দিদি নম্বর ওয়ানে এদিন অন্বেষা দত্ত, চন্দ্রিকা ভট্টাচার্য, প্রমুখ এসেছিলেন। সেখানে অন্বেষা জানান তিনি বহুদিন ধরে বিয়ে করতে চান। এটা তাঁর ছোটবেলার স্বপ্ন। প্রসঙ্গত গত বছরের শেষ দিকে বাগদান সেরেছেন অন্বেষা। নভেম্বর মাসের ২৪ তারিখ অভিরূপ চট্টোপাধ্যায়ের সঙ্গে আংটি বদল সারেন তিনি। সেই কথা উঠতেই এদিন অন্বেষা জানান, 'আমার বহুদিনের ইচ্ছে ছিল নিজের একটি ব্যান্ড হবে। ছোট থেকেই ব্যান্ড, রক, ওয়েস্টার্ন মিউজিক শুনে বড় হয়েছি। তাই এটা চাইতাম। তারপর যখন সেই স্বপ্ন সত্যি হল তখনই ওকে পেলাম। কদিনের আলাপের পর কী একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হল, তারপর সোজা প্রেম। ২-৩ মাসের মধ্যে বাড়ি থেকে বিয়েও ঠিক করে ফেলল।'
আরও পড়ুন: 'উদ্দেশ্য একটাই ছিল...', পুনমের ভুয়ো মৃত্যুর খবর রটানোর পর ক্ষমা প্রার্থনা ডিজিটাল এজেন্সির
রচনা এই কথা শোনার পর বলেন 'তাহলে তো ভালো। তোমরা এক পেশায় যখন একে অন্যকে বুঝবে, অসুবিধা হবে না।' সেটা শুনে অন্বেষা বলেন, 'হ্যাঁ, আমরা একসঙ্গে অনেক ঘুরেছি, শো করছি। ভালোই লাগছে বেশ।' তারপর গায়িকা জানান, 'আমার ছোট থেকেই ইচ্ছে আমি বিয়ে করব। আমি সংসার করতে চাই।'
কিন্তু কবে বিয়ে করছেন তাঁরা? সেই প্রসঙ্গ উঠতেই অন্বেষা বলেন, 'এই বছর বা পরের বছরই। দেখো পরের যেন শাঁখা সিঁদুর পরে, বরকে নিয়ে আসতে পারি।' তাঁর এই কথা শুনে সকলে হেসে গড়িয়ে পড়েন।এদিন কেবল অন্বেষা একা নন। চন্দ্রিকাও তাঁর বরের সম্পর্কে কথা বলেন। জানান তাঁর বর ভীষণ লক্ষ্মী। তিনি বিয়ের পর থেকে এখনও একদিনও চা বানাননি সকালবেলায়।
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।