পারিয়াদের নিয়ে ছবি আসছে। সাধারণ মানুষকে সচেতন করবে এই ছবি। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি আর মাত্র কয়েকদিনের মধ্যেই মুক্তি পাবে বড় পর্দায়। তার আগে জোরকদমে চলছে এই ছবির প্রচার। সেখানেই অংশ নিয়েছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, শ্রীলেখা মিত্ররা।
পারিয়া ছবির প্রচারে বাইক র্যালি
আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে পারিয়া। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং অঙ্গনা রায়। অন্যান্য ভূমিকায় আছেন শ্রীলেখা মিত্র, সৌম্য মুখোপাধ্যায়, প্রমুখ। এদিন এই টিমের তরফে এই ছবির প্রচারের জন্য ছবির আসল হিরো অর্থাৎ পথ কুকুরদের সঙ্গে বি একটি বাইক র্যালি করা হয় শহরের বুকে।
আরও পড়ুন: 'উদ্দেশ্য একটাই ছিল...', পুনমের ভুয়ো মৃত্যুর খবর রটানোর পর ক্ষমা প্রার্থনা ডিজিটাল এজেন্সির
অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এদিন তাঁর জ্যাকেটের মধ্যে করে একটি ছোট্ট কুকুর ছানাকে নিয়ে এই বাইক র্যালিতে অংশ নেন।
অভিনেতাকে এদিন সেই কুকুর ছানাকে আদর করতেও দেখা যায়। তাঁর পরনে সাদা টিশার্ট কালো জ্যাকেট, জিন্স এবং সানগ্লাস ছিল। অন্যদিকে অঙ্গনাও এদিন সাদা শার্ট এবং পালাজো পরেছিলেন। শ্রীলেখা মিত্রর পরনে ছিল সাদা শার্ট, হলুদ সোয়েটার এবং জিন্স। তাঁরা সকলেই এদিন বাইক র্যালির শেষে একটি করে পথ কুকুর হাতে নিয়ে পোজ দেন। তাঁদের আদরও করতে দেখা যায়। তাদের সঙ্গে অনেকটা সময় কাটান এই ছবির কলাকুশলীরা।
পারিয়া প্রসঙ্গে
পারিয়া কথাটির অর্থ হল পথ কুকুর। এই পথ কুকুরদের হামেশাই যে অত্যাচারের মুখে পড়তে হয় সেটার বিরুদ্ধে কথা বলবে পারিয়া। প্রসঙ্গত এই ছবির অধিকাংশ কলাকুশলীরাই কিন্তু পশুপ্রেমী। শ্রীলেখা মিত্র, তথাগত মুখোপাধ্যায়কে মাঝে মধ্যেই কুকুর বিড়ালদের নিয়ে কাজ করতে দেখা যায়। ওদের উপর অত্যাচার করা হলে তাঁদের গর্জে উঠতেও দেখা যায়। বিক্রম চট্টোপাধ্যায়, এমনকি তাঁর মা বোনও দীর্ঘ দিন ধরে পথ কুকুরদের নিয়ে কাজ করছেন। অঙ্গনাও ভীষণ পশুপ্রেমী।
আরও পড়ুন: রবিবার আসতেই হাওয়া লাগল ‘ফাইটার’-এর পালে! ১১ তম দিনে ১৩ কোটি ঘরে তুলে মোট কত আয় করল হৃতিকের ছবি?
ইতিমধ্যেই এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে পথ কুকুরদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়াবেন বিক্রম, শ্রীলেখা, অঙ্গনারা।