মিথ্যে মৃত্যুর খবর ছড়িয়ে জনগণকে জরায়ুর ক্যানসার নিয়ে বার্তা দিতে চেয়েছিলেন পুনম পান্ডে। আর তার জেরেই চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। নেটিজেনরা তো বটেই, একাধিক তারকা পর্যন্ত তাঁর বিরোধিতা করেছেন, তাঁকে তুলোধনা করেছেন এই কাজের জন্য। এবার এই গোটা ঘটনার দায় নিল ডিজিটাল এজেন্সি Schbang। তাঁরাই পুনম পান্ডেকে দিয়ে এই ভুয়ো মৃত্যুর স্টান্ট করেছিলেন বিষয়টা সবার সামনে নিয়ে আসার জন্য।
পুনমের ভুয়ো মৃত্যুর খবর রটানোর পর ক্ষমা প্রার্থনা ডিজিটাল এজেন্সির
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ক্ষমা চায় Schbang। বিশেষ করে তাঁরা এদিন সেই সব ব্যক্তিদের থেকে ক্ষমা চান যাঁরা ক্যানসারে আক্রান্ত হয়েছেন বা লড়াইটা লড়েছেন।
তাঁদের তরফে সেই ক্ষমা প্রার্থনা পোস্টে লেখা হয়, 'হটারফ্লাইয়ের সঙ্গে হাত মিলিয়ে আমরা জরায়ুর ক্যানসার নিয়ে সতর্কতা ছড়াতে চেয়ে সেখানে পুনম পান্ডেকে জড়াই আমরা। আমরা তাই প্রথমেই সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিশেষ করে তাঁদের থেকে যাঁরা তাঁদের প্রিয়জনকে ক্যানসারের জন্য হারিয়েছ বা এই রোগের সঙ্গে লড়াই করেছ।'
এরপর তাঁরা সেই পোস্টে আরও লেখেন, 'তবে আমাদের উদ্দেশ্য এসবের জন্য একটাই ছিল, জরায়ুর ক্যানসার নিয়ে সচেতনতা ছড়ানো। ২০২২ সালে ১ লাখ ২৩ হাজার ৯০৭ টি জরায়ুর ক্যানসারের কেস এসেছিল তার মধ্যে ৭৭ হাজার ৩৪৮ জন মারা গিয়েছেন। ব্রেস্ট ক্যানসারের পর জরায়ুর ক্যানসারেই সব থেকে বেশি আক্রান্ত হন ভারতের মধ্যবয়সী মহিলারা।'
আরও পড়ুন: রবিবার আসতেই হাওয়া লাগল ‘ফাইটার’-এর পালে! ১১ তম দিনে ১৩ কোটি ঘরে তুলে মোট কত আয় করল হৃতিকের ছবি?
কী নিয়ে এত হইচই?
কিছুদিন আগে অভিনেত্রী পুনম পান্ডের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পোস্ট করা হয় যেখানে লেখা ছিল এই ৩২ বছরের অভিনেত্রী জরায়ুর ক্যানসারে মারা গিয়েছেন। অনেকেই বিষয়টা প্রথম বিশ্বাসই করে উঠতে পারেননি। অবাক হয়েছিলেন খবরটা পেয়ে। তার মধ্যে দিন ঘুরতে না ঘুরতে পুনম ফের একটি নতুন পোস্ট করে জানান তাঁর কিছু হয়নি। তিনি সুস্থ আছেন। তিনি যা করেছিলেন সবটা সবাইকে জরায়ুর ক্যানসার নিয়ে সচেতন করার জন্য করেছিলেন।