বাংলা নিউজ > বায়োস্কোপ > Snigdhajit: রামমন্দিরের উদ্বোধনের দিন শোতে কেন 'আল্লাহ'র গান? অপমানিত হওয়ার পর স্নিগ্ধজিৎ বললেন, 'মদ্যপ অবস্থায়...'

Snigdhajit: রামমন্দিরের উদ্বোধনের দিন শোতে কেন 'আল্লাহ'র গান? অপমানিত হওয়ার পর স্নিগ্ধজিৎ বললেন, 'মদ্যপ অবস্থায়...'

রামমন্দিরের উদ্বোধনের দিন শোতে অ্যায় খুদা গেয়ে অপমানিত স্নিগ্ধজিৎ, বললেন কী?

Snigdhajit Bhowmik: রামমন্দিরের উদ্বোধনের দিন কেন আল্লাহর গান গাওয়া হবে? এই প্রশ্ন তুলে মঞ্চ ছেড়ে নেমে যেতে হুকুম করা হয় স্নিগ্ধজিৎ ভৌমিককে। এতদিন পর মুখ খুললেন গায়ক। বললেন কী?

গত ২২ জানুয়ারি গোটা দেশ তথা বিশ্ব এক ইতিহাসের সাক্ষী ছিল। ৫০০ বছর পর রাম ফিরলেন অযোধ্যায়। উদ্বোধন হয় রামমন্দিরের। আর সেদিনই একটি শো ছিল সারেগামাপা খ্যাত গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিকের। সেখানে অরিজিৎ সিংয়ের অ্যায় খুদা গাওয়ার অপরাধে স্টেজ থেকে নেমে যেতে বলা হয়। এতদিন পর সেই গোটা বিষয়টা নিয়ে মুখ খুললেন গায়ক।

স্নিগ্ধজিৎ ভৌমিকের লাইভ

বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি একটি লাইভ করেন স্নিগ্ধজিৎ ভৌমিক। সেখানে তিনি ২২ জানুয়ারির সেই শোয়ের প্রসঙ্গে কথা বলেন। গায়ক এদিন বলেন, 'ওটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান ছিল না। ছিল একটি ক্লাবের বার্ষিক অনুষ্ঠান। অন্যান্য জায়গায় আমি যেমন সব ধরনের গান গাই এদিনও গেয়েছিলাম। সেদিন ঘটনাটি ঘটার পর আমি কেবল একটি পোস্ট করেছিলাম। কারও নাম বা কোনও জায়গার নাম নিইনি। এরপর সেটা খবর হয়। কিন্তু কোথায়, কারা এই ঘটনা ঘটিয়েছে কেউ লিখতে পারেননি কারণ আমি বলিনি। অথচ আমায় নিয়ে সম্প্রতি যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে সেটা দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। এটা ঠিক নয়।'

আরও পড়ুন: ফাইটার 'ফ্লপ'! হৃতিকের ছবিকে তুলোধনা করে পাক অভিনেতা বললেন, 'বিনোদনকে রাজনীতির সঙ্গে মেশাবেন না'

আরও পড়ুন: ফের পিছিয়ে গেল ‘দ্য ক্রিউ’র মুক্তির দিন! প্রকাশ্যে করিনা-কৃতিদের ছবির টিজার সহ নতুন রিলিজ ডেট

তিনি এদিন আরও বলেন, 'সেদিন রাম মন্দিরের উদ্বোধন ছিল সবাই জানে। আমি নিজে সেদিন রাম ভোজন গেয়েছি। ওদিন আমার নিজের গাওয়া একটি রাম ভজন মুক্তি পেয়েছিল, সেই গানটি আমি গেয়েছি। আমি জয় শ্রী রাম ধ্বনি তুলেছিলাম। সকলে আমার সঙ্গে গলা মিলিয়েছেন। শিল্পীদের ধর্ম হয় না জাত হয় না। আমি সবরকম গান গাই। সকলে সব গানই মজা করে উপভোগ করেন। আর সেদিন ওটা কোনও ধর্মীয় অনুষ্ঠান ছিল না। যা হয়েছে সেটা ঠিক হয়নি।'

যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন তাঁর বিরুদ্ধে এদিন তিনি মুখ খোলেন। বলেন, 'আমি যে ক্লাবে গিয়েছিলাম সেদিন অনুষ্ঠান করতে সেদিন তাঁরা সকলে খুব এনজয় করেছে। ভালোবাসা দিয়েছে। এই ঘটনার পর তাঁরা সকলেই আমার কাছে দুঃখপ্রকাশ করেছেন। কিন্তু ওই একজন ছিলেন যিনি এই ঘটনা ঘটিয়েছেন। উনি বয়স্ক মানুষ, উনি স্টেজে উঠে ভালো ভাবে বলতে পারতেন যে আজকে এমন একটা দিন কয়েকটা গান গেয়ো এটা নিয়ে। বা আমাদের পরিকল্পনা এই তাই এই ধরনের গান গেয়ো না। কিন্তু মদ্যপ অবস্থায় ওভাবে স্টেজে উঠে তিনি কোনও শিল্পীকে এভাবে ঔদ্ধত্যপূর্ণ ভাবে বলতে পারেন না যে হয় রাম ভজন গাও নইলে নেমে যাও।'

আরও পড়ুন: বিদেশ থেকে ভারতে এসে ভাষা মাসে বাংলার জয়গান মহীতোষ তালুকদার তাপসের, বললেন, 'গানের দেশ হয় না, ভাষার...'

কে কী বলছেন?

এদিন স্নিগ্ধজিৎ এই পোস্টটি করার পর অনেকেই সেই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'যা করেছ বেশ করেছ। সব শিল্পীদের হয়ে তোমায় ধন্যবাদ জানাই।' আরেকজন লেখেন, 'ঠিক বলেছেন, শিল্পীদের কোনও জাত হয় না। আপনি এগিয়ে চলুন আপনার মতো।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কে তোমায় নিয়ে কী ভিডিয়ো পোস্ট করছে ভেবো না। আমরা পাশে আছি তোমার। যা করেছ একদম ঠিক করেছ।'

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল শুক্র ৪ জেলায় প্রবল বৃষ্টি, ভারী বর্ষণ চলবে আরও ১০টিতে, বিশ্বকর্মা পুজোয় কী হবে? 4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.