আইপিএলে অনেক দলকেই বিশেষ বিশেষ কারণে প্রতি মরশুমে একটি করে ম্যাচে অন্য জার্সি পরে মাঠে নামতে দেখা যায়। গুজরাট টাইটানসও ব্যতিক্রমী নয়। গত বছর গুজরাট তাদের শেষ হোম ম্যাচ খেলে পরিচিত নেভি ব্লু জার্সি দূরে সরিয়ে রেখে। কারণটা ছিল মহৎ। এবছর তারই পুনরাবৃত্তি হতে চলেছে।
চলতি আইপিএলেও গুজরাট টাইটানস তাদের শেষ হোম ম্যাচে নেভি ব্লু জার্সি পরে মাঠে নামবে না। পরিবর্তে গত বছরের মতো এবারও তারা সেই ম্যাচটি খেলবে ল্যাভেন্ডার জার্সিতে। সব ধরণের ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে ল্যাভেন্ডার রং ব্যবহার করা হয়। মারণরোগের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের পাশে থাকা ও সচেতনতার বার্তা দিতেই টাইটানস শিবির ফের এই উদ্যোগ নিচ্ছে।
বৃহস্পতিবার টাইটানস ফ্র্যাঞ্চাইজির তরফে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, কেকেআরের বিরুদ্ধে হোম ম্যাচে তারা জার্সির রং বদলে মাঠে নামবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ মে। সেটিই ঘরের মাঠে চলতি মরশুমে শুভমন গিলদের শেষ আইপিএল ম্যাচ।
আইপিএল ২০২৪-এ এখনও পর্যন্ত ১১টি লিগ ম্যাচে মাঠে নেমেছে গুজরাট টাইটানস। তারা মাত্র ৪টি ম্যাচ জিতে ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। খাতায়-কলমে এখনও প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে টাইটানস। বাস্তবে লিগ টেবিলের একেবারে শেষে থাকা গুজরাটের পক্ষে প্লে-অফে যাওয়া কার্যত অসম্ভব। সুতরাং, লিগ পর্বেই শেষ হতে পারে টাইটানসের এবারের আইপিএল অভিযান।
গুজরাট চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের পরবর্তী লিগ ম্যাচ খেলবে ঘরের মাঠে। শুক্রবার আমদাবাদে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি। পরে ১৩ মে আমদাবাদে কেকেআরের বিরুদ্ধে মাঠে নামবে টাইটানস। শেষে ১৬ মে উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগের অভিযান শেষ করবেন শুভমন গিলরা।
গুজরাট টাইটানসের বাকি লিগ ম্যাচ:-
১০ মে: বনাম চেন্নাই সুপার কিংস (আমদাবাদ)।
১৩ মে: বনাম কলকাতা নাইট রাইডার্স (আমদাবাদ)।
১৬ মে: বনাম সানরাইজার্স হায়দরাবাদ (হায়দরাবাদ)।
উল্লেখ্য, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রতি বছর সবুজায়নের প্রচারে একটি আইপিএল ম্যাচ খেলে সুবজ জার্সিতে। এবছর ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কোহলিরা মাঠে নামেন সবুজ জার্সি পরে। লখনউ সুপার জায়ান্টস এবছর মোহনবাগান ক্লাবের ঐতিহ্যকে কুর্নিশ জানাতে ইডেনে মাঠে নামে সবুজ-মেরুন জার্সিতে। এবার আমদাবাদে কেকেআরের বিরুদ্ধেই জার্সির রং বদলে মাঠে নামবে গুজরাট টাইটানস।