সেদিন দেখা হয়েছিল… দেবের এই ছবির নায়িকা শ্রাবন্তী হলেও এখানে মুখ বদল! বৈশাখী সন্ধ্যেয় এক অ্যাওয়ার্ড নাইটের মঞ্চে দেখা হল ‘প্রাক্তন জুটি’ দেব-শুভশ্রীর। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী গৃহকোণ শুভশ্রীর, অন্যদিকে রুক্মিণীর সঙ্গে দেবের প্রেম খুল্লমখুল্লা। তবে একটা সময় টলি সুপারস্টার দেবের সঙ্গে সম্পর্কে ছিলেন শুভশ্রী, এটা টলিউডের ওপেন সিক্রেট।
ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ হোক বা কোনও কমন ফ্রেন্ডের পার্টি, মাঝেমধ্যে একছাদের তলায় পাওয়া যায় দেব-শুভশ্রীকে। সম্প্রতি এক অ্যাওয়ার্ড সেরেমানির মঞ্চে শুধু এক ছাদের তলায় নয়, এক মঞ্চে পাওয়া গেল দুজনকে। এখানেই শেষ নয়, দেবই পুরস্কার তুলে দিলেন শুভশ্রীর হাতে। পেশাদারের মতোই পরস্পরের সঙ্গে হাত মেলালেন দুই প্রাক্তন। দেবের অপর পাশে মঞ্চে দাঁড়িয়ে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়। পুরোনো জুটিকে ফের একফ্রেমে দেখে নস্টালজিয়ায় ভাসছেন ভক্তরা।
‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে শুভশ্রীর অভিনয় নজর কেড়েছে সবার। হইচই-এর এই সিরিজের জন্যই টিভি নাইন বাংলা আয়োজিত পুরস্কার মঞ্চে ওটিটির সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন শুভশ্রী। পুরস্কার হাতে নিয়ে একরাশ হাসি শুভশ্রীর মুখে। শিফন শাড়িতে ঝলমলে নায়িকা, সঙ্গে স্লিভলেস ব্লাউজ। খোলা চুল আর মানানসই মেকআপে দ্যুতি ছড়ালেন রাজ ঘরণী। পাশে আসমানি নীল শার্ট আর কালো ব্লেজার আর প্যান্টে হাসিমুখে দাঁড়িয়ে দেব। কোনওরকম তিক্ততা নেই, ছিল না বাড়তি আবেগও। পুরস্কার হাতে নিয়ে মাইক ধরলেন শুভশ্রী। একে একে ধন্যবাদ জানালেন আয়োজক, ইন্দুবালার পরিচালক-প্রযোজক সহ মেক-আপ আর্টিস্ট, চিত্রনাট্য়কারকে। এরপর শুভশ্রী দৃঢ়কন্ঠে বললেন, ‘…. সবচেয়ে বেশি যে মানুষটাকে ধন্যবাদ জানাব, তিনি আমার প্রচণ্ড সাপোর্টিভ স্বামী রাজ চক্রবর্তী আর আমার খুব বুঝদার বাচ্চা ইউভানকে। ওদের সমর্থন ছাড়া এই চরিত্র আমি ফুটিয়ে তুলতে পারতাম না’। শুভশ্রীর বক্তব্যে ততক্ষণে দর্শকাসনে করতালির ফোয়ারা।
দেব-শুভশ্রীর সম্পর্ক ভেঙেছে, এখন আর বন্ধু নন তাঁরা। তবে একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে সৌজন্যতা বজায় রেখেছেন। সেই সৌজন্যবোধের ঝলক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই নিয়ে নেটিজেনদের নানান মন্তব্যও চোখে পড়ছে। শুভশ্রীর ভিডিয়োয় একজন লেখেন- ‘কোথাও যেন পড়েছিলাম প্রাক্তনের সামনে সাকসেস নিয়ে দাঁড়াতে হয়, ঠিক এইভাবেই। একদিন যার হাত ছেড়ে দিয়েছিল আজ তার হাতেই বেস্ট এওয়ার্ড দিতে হচ্ছে’। অপর একজন লেখেন- ‘দেবকে শুনিয়ে শুনিয়ে বরের নামটা বলল’। আরেকজন শুভশ্রীর সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে লেখেন- ‘যাকে তুমি একদিন ভালোবেসেছিলে তার পাশে দাঁড়িয়ে তুমি যাকে ভালোবাসো তার কথা বলতে সাহস লাগে’।
আরও পড়ুন-‘ইন্দুবালা’ শুভশ্রীকে পুরস্কার তুলে দিলেন দেব, সোশ্যালে ‘প্রাক্তন’কে বাদই রাখলেন রাজ ঘরণী
দেব-শুভশ্রী জুটির অনস্ক্রিন সফর শুরু হয়েছিল ‘চ্যালেঞ্জ’ থেকে, তারপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’- একসঙ্গে রুপোলি পর্দা কাঁপিয়েছেন তাঁরা। ব্রেক আপের পরেও প্রযোজক দেব তাঁর প্রথম ছবির নায়িকা হিসাবে কাস্ট করেছিলেন শুভশ্রীকে, তবে সেই ছবি (ধূমকেতু) আজও বাক্স বন্দি হয়ে পড়ে রয়েছে। সহ-প্রযোজক রানা সরকারের সঙ্গে মতের মিল না হওয়ার কারণে দীর্ঘ সাত বছর ধরে আটকে রয়েছে এই ছবির মুক্তি। দেব-শুভশ্রী ভক্তরা একান্তভাবে চায় মুক্তি পাক এই ছবি।