গত সপ্তাহে টিআরপি তালিকাতে হঠাৎ করেই বাজিমাত করেছিল কথা সিরিয়াল। সেলেব্রিটি শেফ হিসেবে ছোট পর্দায় ফিরেছেন সাহেব ভট্টাচার্য বহু বছর বাদে। কাস্ট আর ক্রু-রা মিলিয়ে জমিয়ে করছেন শ্যুট। আর এর মাঝেই খবর এল, ধারাবাহিকে রোম্যান্টিক একটি দৃশ্য শ্যুট করতে গিয়ে নাকি চোট পেয়েছেন সুস্মিতা। আর তা নিয়ে সেটেই চলছে হাসাহাসি।
সুস্মিতা ধারাবাহিকে রয়েছেন নাম-ভূমিকায়। যদিও বর-বাবাজি তাকে ডাকে ‘গোবরদেবী’ বলে। কথাকে প্রায় বাধ্য হয়েই বিয়ে করেছে অগ্নিভ। যদিও সে চায় না তাঁর এই বিয়ের খবর কখনও বাইরে আসুক। কিন্তু এর মধ্যেই দুজনে এসেছেন কাছাকাছি। সিরিয়ালে কথা ও অগ্নিভর বেশ কিছু রোম্যান্টিক দৃশ্যও দেখানো হয়েছে।
আরও পড়ুন: হিরে ব্যবসায়ী ভরতের সঙ্গে ডিভোর্স এষার, দ্বিতীয় কন্যা সন্তানই বিচ্ছেদের কারণ?
এক সাক্ষাৎকারে সাহেব সম্প্রতি জানালেন, রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পান সুস্মিতা। শুধু তাই নয়, কথায়-কথায়ই নাকি ‘ব্যথা’ লাগে সুস্মিতার। আর এবার রোম্যান্টিক দৃশ্যের শ্যুট করতে গিয়ে আঙুল কেটে গিয়েছে, নখ উপরে গিয়েছে। তবে ব্যথা নিয়েই শ্যুটিং চালাচ্ছেন সুস্মিতা।
যতই ব্যথা লাগুক না কেন, বেশ মস্করাও হচ্ছে সুস্মিতাকে নিয়ে। চলছে লেগপুলিং। তবে সবটাতেই বেশ মজা পাচ্ছেন। স্পষ্টত বোঝা যাচ্ছে, হইহই করে শ্যুট করছেন সকলে।
আরও পড়ুন: জন্মের পর প্রথম! ইয়ালিনির বয়স ২ মাস হতেই মেয়ের ভিডিয়ো প্রকাশ্যে আনলেন শুভশ্রী
ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছিল, গাছ লাগাতে ভালোবাসেন কথা। আর অন্য দিকে, শহরের মোস্ট এলিজেবল ব্যাচেলার অগ্নিভ, তাঁর হাতের রান্না খেতে পাগল সবাই। ফলে মহিলারাও পাগল অগ্নিভ বলতে। দুই বিপরীতধর্মী মানুষের মন কীভাবে জোড়া লাগে, সেটা দেখতেই মুখিয়ে আছেন দর্শকরা।
আরও পড়ুন: শীঘ্রই শুরু হবে গদর ৩-র কাজ, তারা সানিকে একা করে মারা যাবে সাকিনা আমিশা?
অপরাজিতা অপু দিয়ে অভিনয় জীবনে পা রাখেন সুস্মিতা। টিআরপি তালিকাতেও ভালো ফল করেছিল সেই ধারাবাহিক। তবে পরপর দুটো মেগা একটু নড়বড়ে হয়ে পড়ে। মাস তিনকে বন্ধ হয়ে যায় বউমা একঘর। আর মাস পাঁচেকের মেয়াদে শেষ হয় পঞ্চমী সিরিয়াল।
সাহেব এর আগে কাজ করেন স্টার জলসার বন্ধন ও ইটিভি বাংলার ষোল আনা সিরিয়ালে। যদিও তারপর মন দিয়েছিলেন সিনেমা-সিরিজেই। তবে ফের ফিরলেন জলসাতে, কথা-র হাত ধরে।