বাংলা নিউজ > বায়োস্কোপ > Swastika Mukherjee-Suman Mukherjee: 'যে সম্পর্ক ৭ বছর টিকে যায়...' মুম্বইয়ের রাজপথে বন্ধুত্বযাপন স্বস্তিকা-সুমনের

Swastika Mukherjee-Suman Mukherjee: 'যে সম্পর্ক ৭ বছর টিকে যায়...' মুম্বইয়ের রাজপথে বন্ধুত্বযাপন স্বস্তিকা-সুমনের

মুম্বইয়ের রাজপথে বন্ধুত্বযাপন স্বস্তিকা-সুমনের

Swastika Mukherjee-Suman Mukherjee: স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সুমন মুখোপাধ্যায়ের বন্ধুত্ব একটা সময় টলিউডের অন্যতম হট গসিপ ছিল। দারুণ চর্চায় ছিল তাঁদের এই বন্ধুত্ব। আবারও তাঁদের একসঙ্গে দেখা গেল। তবে এবার শহরের বুকে নয়, মায়ানগরীতে।

স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সুমন মুখোপাধ্যায়, দুজনেই টলি পাড়ার অন্যতম চেনা নাম তো বটেই আবার চর্চিত নামও বটে। একটা সময় তাঁদের সম্পর্ক নিয়ে নানা কথা রটেছিল। ছড়িয়েছিল একাধিক গুজব। শোনা গিয়েছিল তাঁরা নাকি চুপিসারে প্রেম করছেন। যদিও কখনই সেই কথা তাঁরা প্রকাশ্যে স্বীকার করেননি। আবার কখনও অস্বীকার করতে দেখা যায়নি। বর্তমানে যে যাঁর মতো আছেন। তবে বন্ধুত্ব? ওটা এখনও অটুট থেকে গিয়েছে।

এখন স্বস্তিকা টলিউড তো বটেই বলিউডেও একাধিক কাজ করে চলেছেন সমান তালে। অন্যদিকে সুমন মুখোপাধ্যায় তাঁর ছবি এবং নাটক নিয়ে ব্যস্ত। সুমনের নাটক দেখতে মাঝে মধ্যেই হাজির হন স্বস্তিকা। এই তো কিছুদিন আগেই গিরিশ মঞ্চে অনুষ্ঠিত হওয়া ‘আজকের সাজাহান’ নাটক দেখতে হাজির হন তিনি। ফলে তাঁদের সম্পর্ক, বন্ধুত্ব যে একই থেকে গিয়েছে সেটার প্রমাণ মাঝে মধ্যেই মেলে।

এবার তো খোদ স্বস্তিকা মুখোপাধ্যায় সেটা জানান দিলেন। বর্তমানে কাজের জন্য মুম্বইতে আছেন স্বস্তিকা। সুমনও কোনও কাজের জন্য আরব সাগরের পাড়ের এই শহরেই আছেন এখন। আর এই দুই বন্ধুর এবার সেখানেই দেখা হয়ে গেল। মুম্বইয়ের জ্যামে একই অটোয় আটকে রইলেন দুই বন্ধু। সেই বিশেষ মুহূর্তের ছবি তুলে অনুরগীদের সঙ্গে ভাগ করে নিলেন স্বস্তিকা।

এদিন অটোয় পাশাপাশি বসে এবং তারপর মুম্বইয়ের রাজপথে একত্রে তাঁরা ছবি তোলেন। সেটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। লেখেন, 'মুম্বইয়ের ট্রাফিক জ্যাম নিয়ে আর কী বলি! ২০ মিনিটটা ২০ মিনিট পরেও ২০ মিনিট থেকে যায়। আর তিনি উত্তর দিলেন 'জীবনের সাময়িক ব্যর্থতা।' ওঁরা বলেন যে যদি কারও বন্ধুত্ব ৭ বছর টিকে যায় তাহলে সেটা নষ্ট হওয়ার আর সম্ভাবনা নেই। আমার চিরকালের পছন্দের মানুষ সুমন মুখোপাধ্যায়। ব্লারি ছবি আর অটোর মাধ্যমেই আমাদের রিইউনিয়ন ঘটল।'

তিনি এই পোস্টে একই সঙ্গে সুমনের প্রশংসাও করেন। লেখেন, 'ওর শিল্প ভাবনা, শিল্প সত্ত্বা অনেকের থেকে অনেক ভালো।'

প্রসঙ্গত একটা সময় স্বস্তিকার সঙ্গে টলি পাড়ার অনেকের নাম জড়াতে শোনা গিয়েছে। কখনও সৃজিত মুখোপাধ্যায়, কখনও পরমব্রত, প্রমুখ। অভিনেত্রী কখনও নিজেই এই গসিপের বিরুদ্ধে মুখ খুলেছেন, কখনও আবার জবাব দেননি। কিন্তু এখন তাঁকে যাঁদের নিয়ে একটা সময় চর্চায় থাকতে দেখা গিয়েছে তাঁদের সঙ্গে সুন্দর সময় কাটাতে দেখা যায়।

বন্ধ করুন