বাংলা নিউজ > বায়োস্কোপ > The Great Indian Family: হিন্দু পণ্ডিত পরিবারে মুসলিম সন্তান! রাতারাতি বদলে যাবে ‘ভজন কুমার’ ভিকির জীবন

The Great Indian Family: হিন্দু পণ্ডিত পরিবারে মুসলিম সন্তান! রাতারাতি বদলে যাবে ‘ভজন কুমার’ ভিকির জীবন

ভিকির ছবির ট্রেলার প্রকাশ্যে 

The Great Indian Family trailer: হিন্দু পণ্ডিত পরিবারে মুসলিম সন্তান! সম্পর্কের গোলকধাঁধা রাতারাতি বদলে দেবে ভজন কুমারের জীবন। প্রকাশ্যে ভিকি কৌশল-মানুষী চিল্লারের আসন্ন ছবির ট্রেলার। 

বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে ভিকির শেষ ছবি ‘জরা হটকে জারা বাঁচকে’। ফের একবার ফ্যামিলি ড্রামা নিয়ে ফিরছেন নায়ক। যশ রাজ প্রোডাকশনের নতুন ছবি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র ঝলক সামনে এল মঙ্গলবার। ১০ দিন পরেই ছবি মুক্তি! পরিচালক-কাহিনিকার বিজয় কৃষ্ণ আচার্যর এই ছবিতে ভিকির বিপরীতে অভিনয় করছেন মানুষী চিল্লার। আরও পড়ুন-মেয়েকে বাঁচাতে স্বামীর খুন ধামাচাপা দিতে মরিয়া করিনা! নায়িকায় মুগ্ধ ‘জানে জান’-পরিচালক সুজয় ঘোষ

ছবিতে বেদ ব্যাস ত্রিপাঠী ওরফে ভজন কুমারের চরিত্রে ধরা দেবেন ভিকি। বলরামপুরের পণ্ডিত পরিবারে বেড়ে উঠেছে বেদ। ছোট থেকেই হিন্দুশাস্ত্রের পাঠ নিয়েছে, মাতা কি চৌকি-তে ভজন গাওয়াই তাঁর পেশা। তাই ‘খেলাধূলা’র বয়সে সমবয়সী মেয়েরা তাঁর থেকে আর্শীবাদ নিতেই ব্যস্ত থাকে। তাই প্রেম করার জন্য মেয়ের অভাব ভজন কুমারের জীবনে। এরপরই ভজনের জীবনে এন্ট্রি সুন্দরী মানুষীর। লাভ লাইফ টেক-অফ করতে না করতেই মুখ থুবড়ে মাটিতে পড়ে ভজন! উড়ো চিঠি আসে তাঁর বাড়িতে। সেই চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে, ৭ই ডিসেম্বর যে বাচ্চা জন্মেছে সে মুসলমান। আর সেই বাচ্চা আর কেউ নয় ভজন কুমার! ওমনি ভজনের পৃথিবী পালটে যায়, পরিবার মুখ ফিরিয়ে নেয় তাঁর উপর থেকে। সত্যি কি ভজন মুসলিম? যদি তাই হয় তাহলে ধর্মের বেড়াজাল মুচড়ে ফেলে সে কি পারবে নিজের পরিবারকে ফিরে পেতে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ২২ সেপ্টেম্বর, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র মুক্তিতে।

ভিকি-মানুষী ছাড়াও যশ রাজ ফিল্মসের এই ছবিতে দেখা মিলবে মনোজ পাওয়া, কুমুদ মিশ্র, যশপাল শর্মা, সাদিয়া সিদ্দিকি, সৃষ্টি দীক্ষিত, আসিফ খানের। ছবির ট্রেলার মুক্তির আগেই সামনে এসেছে গান- ‘কানাইয়া টুইটার পে আজা’, ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে নাকাশ আজিজের কন্ঠের সেই গান। ২০২১ সালের গোড়ার দিকেই শ্যুটিং হয়েছিল এই ছবির। দীর্ঘসময় পর মুক্তি পাচ্ছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’।

ভিকির শেষ ছবি বক্স অফিসে চললেও, ভাগ্য ভালো যাচ্ছে না ক্যাটের। ‘ফোন ভূত’-এর ব্যর্থতার কাটিয়ে আপাতত ক্যাটরিনার ফোকাস ‘টাইগার ৩’। চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি। ‘টাইগার ৩’তে সলমনের সঙ্গে জমবে ক্যাটের রোম্যান্স। যার দু-সপ্তাহ পর মুক্তি পাবে ভিকি অভিনীত স্যাম মানেকশ’র বায়োপিক। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সাওয়াই মাধোপুরেরর ৭০০ বছরের পুরোনো কেল্লায় সাত পাকে বাধা পড়েন ভি-ক্যাট। বিয়ের আগে পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে একটা শব্দও খরচ করেননি দুজনে। তবে তাঁদের প্রেম কাহিনি কারুর অজানা ছিল না। বিয়ের পর দাম্পত্য জীবনের ঝলক প্রায়শই সোশ্যালে তুলে ধরেন দুজনে।

বন্ধ করুন