বাংলা নিউজ > বায়োস্কোপ > Tollywood Actress: বড় নায়িকার নাতনি, টলিউডের চেনা মুখ! অনেকের ধারণা ‘প্রেম রয়েছে’ পরমব্রতর সঙ্গে, বলুন তো কে?

Tollywood Actress: বড় নায়িকার নাতনি, টলিউডের চেনা মুখ! অনেকের ধারণা ‘প্রেম রয়েছে’ পরমব্রতর সঙ্গে, বলুন তো কে?

বলুন তো কোন টলিউড অভিনেত্রীর ছোটবেলার ছবি এটা?

টলিউডে বেশ ভালো সংখ্যক ছবিতেই কাজ করেছেন এই অভিনেত্রী। যদিও বরাবরই তাঁর তুলনা টানা হয়েছে দিদার সঙ্গে। মা-ও চলিউডের নামী নায়িকা। পারলেন চিনতে কার ছবি এটা?

স্টার কিডদের সিনেমা বা সিরিয়ালে সুযোগ পাওয়া অনেক সহজ বলে মনে করা হয়। তবে অনেকেই আছেন, যাদের কাছে বংশ পরিচয় ‘বোঝা হয়ে আসে’ অনেকখানিই। ক্রমাগত তুলনা টানা হতে থাকে সংবাদমাধ্যমে, নেটপাড়াতে।

এই খুদের সঙ্গেও কিন্তু তেমনটাই হয়েছে। নিজে টলিউডের নামী নায়িকা। বলিউডেও কাজ করেছেন। তবে কথায় কথায় মা নয়, বরং ঠাকুমার সঙ্গেই বেশি তুুলনা টানা হতে থাকে। পারছেন ছোটবেলার ছবি দেখে এই সুন্দরী অভিনেত্রীকে চিনে নিতে?

টলিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বহুজন প্রেমচর্চা চালায় এই নায়িকাকে নিয়ে। আসলে পর্দায় হিট তাঁদের জুটি। আর স্ক্রিনে তাঁদের সেই জুটি এতটাই জনপ্রিয় যে, বাস্তবেও তাঁদের প্রেম নিয়ে রয়েছে নানা কিস্সা। যা বেশিরভাগটাই অনুরাগীদের মন গড়া। দ্যা জাপানিস ওয়াইফের মতো কালজয়ী ছবির অভিনেত্রী। বুঝলেন কার কথা হচ্ছে?

আরও পড়ুন: ‘মনে ওরই ছবি…’, সুবানের পর ‘ছাড়াছাড়ি’ সোহেলের সঙ্গেও, কী বলছেন তিয়াসা?

এই সুন্দরী আর কেউ নন, রাইমা সেন। সুচিত্রা সেনের নাতনি, মুনমুন সেনের কন্যা। মুনমুন ও ভরত দেব ভর্মার বড় মেয়ে তিনি। ছোট বোন রিয়াও রয়েছেন শোবিজের দুনিয়াতেই। গডমাদার সিনেমা দিয়ে তিনি পা রেখেছিলেন অভিনয় জীবনে। ঋতুপর্ণ ঘোষের ছবি চোখের বালি তাঁকে দেয় অপার জনপ্রিয়তা। ‘বং কানেকশন’ ছবিতে ব্যাপক প্রশংসা কুড়োয় রাইমা আর পরমব্রতর জুটি।

রাইমা আর পরমব্রতর অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই জনপ্রিয়তা পায় যে, তাঁদের নিয়ে বানানো হতে থাকে একের পর এক সিনেমা। ‘হাওয়া বদল’, ‘২২শে শ্রাবণ’, ‘মি আমোর’, ‘বাস্তশাপ’, ‘বাইশে শ্রাবণ’, ‘দ্বিতীয় পুরুষ’ রয়েছে সেই তালিকায়।

আরও পড়ুন: শাহরুখকে নিয়ে সন্দেহ, ১৮ তলা থেকে ঝাঁপের হুমকি, মারধর-গালাগাল! কী ছিল সলমন-ঐশ্বর্যর বিচ্ছেদের নেপথ্যে

রাইমা-কে সম্প্রতি দেখা গিয়েছে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা দ্য ভ্যাক্সিন ওয়ার-এও। ছবি বক্স অফিসে সাফল্য না পেলেও, সমালোচকদের কাছে প্রশংসিত হয় রাইমার কাজ।

তবে শুধু সুচিত্রা সেনের নাতনি বা মুনমুন-কন্যাই নয় তাঁর বংশ পরিচিতি, রাজপরিবারের সঙ্গেও রয়েছে স্ট্রং কানেকশন। বাবা ভরত দেববর্মা ত্রিপুরার রাজ পরিবারের একজন সদস্য। মাতামহী ইলা দেবী কোচ বিহারের রাজকুমারী ছিলেন। আর ইলা দেবীর বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানী ছিলেন। তার পিতামহী ইন্দিরা ছিলেন বড়োদার মহারাজা সায়াজিরো গায়কোয়াড়ের একমাত্র মেয়ে। সিনেমার জন্য দুই বোনই ব্যবহার করেন মায়ের পদবী। যদিও কাগজ-কলমে তাঁদের পদবি যদিও দেববর্মা।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

চলতি বছরই ফের গাঁটছড়া বেঁধেছেন, এর মধ্যে সুখবর দিলেন কাঞ্চন! কী জানালেন? হরিয়ানায় লজ্জার হার কৃষক নেতা গুরনামের, জুটল মোটে ১১৭০ ভোট, পাশে নেই ১% লোকও ষষ্ঠীতে T20I-এর লড়াই সূর্যকুমার ও হরমনপ্রীতদের, ভারতের ২টি ম্যাচ দেখবেন কীভাবে? পুজোয় নয়া কর্মসূচি ডাক্তারদের, ষষ্ঠীতে কলকাতা জুড়ে 'অভয়া পরিক্রমা' হরিয়ানা ছুঁল পুরনো রেকর্ড, বিধানসভায় সর্বোচ্চ সংখ্যক মহিলা, কোন দলের কতজন জিতলেন আরজি কর বিতর্ক অতীত, পুজোয় 'আপনজন' সৌরভ নিলেন ২০০ জন শিশুর পড়াশোনার দায়িত্ব জম্মু-কাশ্মীরে খাতা খুলল AAP, বিজেপিকে চমকে দেওয়া মালিককে ফোন কেজরির কল্যাণী-সহ শিয়ালদায় ২০ পুজো স্পেশাল লোকাল ট্রেন চলবে! কখন ছাড়বে? রইল টাইমটেবিল আগেরদিন পা কাঁপছিল, আর এখন বাংলাদেশ বলছে মায়াঙ্কের মতো বোলারকে আমরা নেটে খেলি! চতুর্থবারের জন্য জাতীয় পুরস্কার পেতেই উচ্ছ্বসিত মনোজ! বললেন 'ভাবতাম একবার যদি…'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.