ফিকশনের টিআরপি চার্টে ক্রমশ পিছিয়ে পড়ছে স্টার জলসা। যবে থেকে অনুরাগের ছোঁয়ার জনপ্রিয়তা কমতে শুরু করেছে, তবে থেকেই অবস্থা বেশ খারাপ। মাঝে কটা সপ্তাহ ইজ্জত বাঁচিয়েছিল গীতা এলএলবি। তবে চলতি সপ্তাহে গীতাও গেল পিছিয়ে অনেকখানি। টিআরপি-র সেরা ৩-এ থাকলই না জলসার কোনও মেগা।
স্টার জলসার দুটি ধারাবাহিক রয়েছে সেরা পাঁচে। চার নম্বরে গীতা এলএলবি ও পাঁচে অনুরাগের ছোঁয়া। একসময় টানা টিআরপি টপার ছিল সূর্য-দীপা। কিন্তু গল্পের একঘেয়েমি একটু হলেও বিরক্ত করেছে দর্শককে। মিশকার সূর্য-দীপার মাঝে আসা, সোনা-রূপার ক্ষতি করা সেভাবে পছন্দ করছে না দর্শক। আর এখন তো দীর্ঘসময় আসছে দেখা নেই সূর্যও। সেই হিসেবে প্রাপ্ত ৭.৮ নম্বরের পুরো ক্রেডিট সোনা-রূপা-দীপার।
প্রথম তিনে জি বাংলারই সিনেমা। এবারেও বেঙ্গল টপার জগদ্ধাত্রী (৮.৯)। জ্যাস সান্যালের পুলিশগিরি আর রহস্য সমাধান, মারপিট দর্শক টেনে রাখছে শুরু থেকেই। দুই নম্বরেও পাকাপাকি জায়গা করে ফেলেছে ফুলকি সিরিয়াল (৮.৭)। তবে আসছে সময়ে ফুলকি-র ডিভোর্স পেপার জমা দেওয়া এটিকে পয়লা নম্বরে নিয়ে গেলেও কেউ খুব একটা অবাক হবে না। মাত্র .২ নম্বরেই পিছিয়ে রয়েছে এই সিরিয়াল।
তিন নম্বরে নিম ফুলের মধু (৮.২)। পর্ণা আর সৃজনের গল্পে নিত্যই আসে নতুন মোড়। একঘেয়েমি-র জায়গাই থাকে না। এত জলদি প্লট পরিবর্তন হয় যে টানটান উত্তেজনা থাকেই। আর তাই টিআরপি তালিকাতেও ভালো ফল এই মেগার।
দেখে নিন সেরা ১০ টিআরপি-র তালিকা-
প্রথম: জগদ্ধাত্রী ৮.৯
দ্বিতীয়: ফুলকি ৮.৭
তৃতীয়: নিম ফুলের মধু ৮.২
চতুর্থ: গীতা LLB ৮.০
পঞ্চম: অনুরাগের ছোঁয়া ৭.৮
ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে ৭.৪
সপ্তম: কার কাছে কই মনের কথা/ কথা (৬.৮)
অষ্টম: সন্ধ্যাতারা (৬.৬)
নবম: জল থই থই ভালোবাসা (৬.৫)
দশম: তোমাদের রাণী (৬.২)
গল্পের প্লট অনুসারে, খুব জলদিই হয়তো শেষ করে দেওয়া হতে পারে কার কাছে কই মনের কথা সিরিয়ালকে (৬.৪)। মানালি এবারে রয়েছে নয় নম্বরে। গীতা এলএলবি-র চক্করে দীর্ঘ সময় স্লট হারা এই সিরিয়াল। খুনের কেসে নির্দোষ প্রমাণিত হয়েছে শিমুল। এদিকে প্রোমো বলছে, পরাগও ফিরে পেতে চাইবে ডিভোর্সি বউকে। দেখার পরাগ না শতদ্রুকে বেছে নেয় সে। আর হয়তো তা দিয়েই শেষ করা হবে মেগা। কারণ, পুতুলেরও বিয়ে দেওয়া হচ্ছে।
শেষ হওয়ার খবর মিলছে ইচ্ছে পুতুল সিরিয়ালটিরও। যা বর্তমান সপ্তাহে পেয়েছে ৫.৩ নম্বর। ময়ূরী আর নীলের বিয়ে দিয়েই হয়তো শেষ হবে গল্প। এছাড়াও লাভ বিয়ে আজকাল ও তুমি আশেপাশে থাকলে পেয়েছে ৬.০। আলোর কোলের নম্বর ৫.৭। হরগৌরী পাইস হোটেলের সংগ্রহে ৫.৯। মিঠিঝোরা-র নম্বর খুব নীচে, মাত্র ৪.৪।