প্রথমবার কোনও রিয়ালিটি শো-এর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা মিলিয়ে দিদি নম্বর ১-এর শ্যুটিং সেরে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো। গতকাল (বুধবার) ডুমুরজলায় দিদি নম্বর ১-এর শ্যুটিং সারেন তিনি। এদিন মুখোমুখি বাংলার দিদি।
মমতার আগমন ঘিরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে দিদি নম্বর ১। এর মাঝেই মুখের হাসি চাওড়া হল রচনার। বৃহস্পতিবার টিআরপি-র ফল সামনে আসতেই দারুণ খুশি দিদি নম্বর ১-এর ভক্তরা। এই মুহূর্তে স্টার জলসায় কোনও রিয়ালিটি শো-এর সম্প্রচার হচ্ছে না। তাই নন-ফিকশনে টেক্কা শুধু সৌরভ বনাম রচনার। গত সপ্তাহেও দাদাগিরির চেয়ে এগিয়ে ছিল দিদি নম্বর ১-এর সানডে ধামাকা-র রেটিং। কিন্তু, স্টার জলসার ফিকশন শো-এর কাছে হার মানতে হয় রচনাকে।
এই সপ্তাহে অবশ্য তেমনটা ঘটল না। চলতি সপ্তাহে ৬.২ নম্বর নিয়ে শীর্ষস্থানে দিদি। সানডে ফিকশন শো-এর গড় নম্বর ৬.০। রবিবার রাত ৯.৩০ থেকে ১১টার স্লটে জলসার গড় টিআরপি এটি। রবিবারের এপিসোডে ৬-এর বেশি নম্বর এলেও সপ্তাহের বাকি দিন দিদি নম্বর ১-এর গড় ৩.১। অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরির রেটিং ৫.৭। গত সপ্তাহের (৬.০০) চেয়ে বেশ খানিকটা কমল দাদাগিরির রেটিং।
এক নজরে নন-ফিকশন রেটিং-
দিদি নম্বর ১ (সানডে ধামাকা)- ৬.২
দাদাগিরি, সিজন ১০- ৫.৭
ঘরে ঘরে জি বাংলা- ১.৫
স্টার জলসা ফিকশন (শনিবার)- ৫.৩
স্টার জলসা ফিকশন (রবিবার)- ৬.০
দীর্ঘ সময় ধরে সপ্তাহান্তে স্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে না কোনও রিয়ালিটি শো। তার বদলে সাত দিনই টেলিকাস্ট হয় মেগা সিরিয়াল। অনুরাগের ছোঁয়ার সূর্য-দীপা জুটির ম্যাজিকে ভর করে এতদিন বাজিমাত করেছে জলসা। কিন্তু আপতত খানিকটা হলেও কমেছে অনুরাগের ছোঁয়ার আধিপত্য।
ফিকশনে রাজত্ব কায়েম রেখেছে জগদ্ধাত্রী। এই সপ্তাহেও সেরার মুকুট উঠল জ্যাস সান্যালের মাথায়। ৮.৮ রেটিং নিয়ে শীর্ষে এই মেগা। দ্বিতীয় ও তৃতীয়স্থানেও রয়েছে জি বাংলার মেগা। দ্বিতীয় নিম ফুলের মধু এবং তিন নম্বরে ফুলকি। স্টার জলসার তরফে চ্যানেল টপার গীতা এলএলবি।