বিগ বস ওটিট-র প্রথম সিজনে অংশ নিয়েছিলেন উরফি জাভেদ। আর এই রিয়েলিটি শো বদলে গিয়েছিল তাঁর ভাগ্য। যদিও বিগ বসের ঘর থেকে বের হওয়ার পর থেকে কম খাটনি নিজেও করেননি। একেকদিন একেকরকম পোশাকে আসতেন পাপারাৎজিদের সামনে। কখনও কাগজ দিয়ে, কখনও পাইপ দিয়ে, কখনও চটের বস্তা বা পুরনো সিমকার্ড দিয়ে বানাতেন পোশাক। ভাঙা কাচ, শুকনো ফুল-- কত কী না ছিল সেই তালিকায়। এমনকী ‘নগ্নতা ছড়ানো’র অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআরও।
সেই উরফিকেই এবার দেখা গেল মুম্বইয়ের এক রেস্তোরাঁয় বেয়ারার কাজ করতে। টেবিলে টেবিলে খাবার পরিবেশনে ব্যস্ত থাকা উরফির ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। উরফি নিজেও এটি শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রামে। জানিয়েছেন, এটি তাঁর কাছে স্বপ্নপূরণের মতো একটা মুহূর্ত।
রেস্তোরাঁয় খাবার পরিবেশনের ভিডিয়ো শেয়ার করে উরফি লিখলেন, ‘স্বপ্ন সত্যি হল। কোনও কাজই ছোট নয়। সবটাই দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। এক রেস্তোরাঁয় ঘণ্টার পর ঘণ্টা খাবার পরিবেশন করলাম, এই অভিজ্ঞতা চেয়েছিলাম নিজের জীবনে।’
উরফি আরও শেয়ার করেছেন যে, এই রেস্তোরাঁয় কাজ করে তিনি যে অর্থ উপার্জন করেছেন, তা দান করবেন ক্যান্সার রোগীদের চিকিৎসায়। ‘ক্যান্সার পেশেন্ট এইড অ্যাসোসিয়েশনে আমার উপার্জন দিয়ে সামান্য অবদান রাখতে পেরে আমি রোমাঞ্চিত। এই ধরনের ভালো কাজ চালিয়ে যেতে চাই।’
ভিডিয়োটি মাত্র দু দিন আগে শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। লাইক পেয়েছে ৯ লাখের উপর। ভিউ পেয়েছে ২২ মিলিয়ানের কাছাকাছি।
দেখুন-
কমেন্ট সেকশনেও ঢেলে ঢেলে হল উরফির প্রশংসা। একজন লিখলেন, ‘আপনি খুব দয়ালু। পোশাক নিয়ে যতই ট্রোল করি না কেন, আপনার এই উদ্যোগের তারিফ না করে পারলাম না’। দ্বিতীয়জন লিখলেন, ‘প্রতিটা মানুষের থেকে অনেক কিছু শেখার থাকে। এবার আমাদের উপর, ভালোটা নেব না খারাপ।’ তৃতীয়জনের মন্তব্য, ‘এভাবেই প্রয়োজন যাদের, তাদের দিকে সাহায্যের হাত বাড়ান। আল্লা আপনার মঙ্গল করুক’।
যদিও কেউ কেউ আবার মনে করছেন এসবই পাবলিসিটি স্টান্ট। একজন কমেন্টে লিখলেন, ‘রেস্তোরাঁয় ওয়েটার হয়েছেন, খাবার পরিবেশন করেছেন। সেই টাকা ক্যান্সার রোগীদের জন্য দিয়েছেন, খুব ভালো। কিন্তু ভিডিয়ো বানানোর কী দরকার ছিল।’ যদিও এই কমেন্টের উত্তরে এক নেট-নাগরিক জবাব দেন, ‘ভালো জিনিসের প্রচার দরকার। তাতে অন্যরাও তা করার অনুপ্রেরণা পাবে। নাকি এভাবে সবসময় সমালোচনা।’