বগদান সেরে ফেললেন উরফি জাভেদ! সম্প্রতি উরফি জাভেদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ঘিরে এমনই গুঞ্জন ছড়িয়েছে। তা কী আছে ওই ছবিতে। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে?
দেখা যাচ্ছে, কালো সালোয়ার কামিজ পরে, ওড়নাটিকেই মাথায় ঘোমটার মতো করে দিয়ে যজ্ঞের আগুনের কাছে বসে রয়েছেন উরফি জাভেদ। তাঁর হাত পাশে বসা অপরিচিত যুবকের হাতে। ওই যুবকি উরফির হাতে একটি লাল বাক্স, খুব সম্ভবত গয়নার উপহারের বাক্স যেমনটা হয়। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে, উরফি আর ওই যুবকের হাতে রয়েছে ফুল। পুরহিত যজ্ঞের আগুনের সামনে মন্ত্রোচারণ করছেন, আর সেখানেই বসে রয়েছেন উরফি এবং তাঁর সঙ্গী ওই অপরিচিত যুবক। যাঁর মুখ ছবিতে কায়দা করে ঢেকে দিয়েছেন উরফি জাভেদ। সবকিছু দেখে মনে হচ্ছে, ঘরোয়াভাবেই রোকা সেরিমনি, বা বাগদান সেরে ফেলেছেন উরফি। ওই যুবকটি হয়ত উপহারে তাঁকে আংটি জাতীয় কিছু দিয়েছেন, যেমনটা সাধারণত এই অনুষ্ঠানে দেওয়া হয়ে থাকে।
আরও পড়ুন-Exclusive Prosenjit: আপনিই 'টলিউডের শাহরুখ খান', শুনে কী বললেন প্রসেনজিৎ?
আরও পড়ুন-'ইন্ডাস্ট্রি নই, আমি এখনও জ্যেষ্ঠপুত্র', কেন বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি ইতিমধ্যেই নেটপাড়ার চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেরই প্রশ্ন সত্যিই কি তবে বিয়ে করছেন উরফি? বেশিরভাগ নেটনাগরিকদের প্রশ্ন উরফির হবু বরটি কে? কারোর আবার দাবি, উরফি শুধুই ভাইরাল হওয়ার জন্য এসব নাটক করছেন। তবে হাজারো প্রশ্নের মাঝে উরফি কিন্তু এবিষয়ে এখনও চুপ!
এর আগে রাখি সাওয়ান্তও প্রথম বিয়ের সময় এভাবেই বরের মুখ না দেখিয়ে ছবি পোস্ট করেছিলেন। তখনও রাখির বর কে তা জানতে কৌতুহলী হয়ে পড়েছিলেন নেটনাগরিকরা। অনেকেরই দাবি, উরফিও রাখির মতোই পন্থা নিচ্ছেন। প্রসঙ্গত, ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এবং ‘কসৌটি জিন্দগি কি’ সহ বেশ কয়েকটি টিভি ধারাবাহিকের হাত ধরে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন উরফি। বিগ বস OTT-তে অংশগ্রহণ করার পর তিনি খ্যাতি অর্জন করেন। সম্প্রতি, উরফি জাভেদ রিয়েলিটি টিভি শো স্প্লিটসভিলার ১৪ তম সংস্করণে একজন মিসচিফ মেকার হিসাবে উপস্থিত হয়েছিলেন। তবে সবশেষে উরফি চর্চায় থাকার মূল কারণ, তাঁর উদ্ভট ফ্যাশন সেন্স।