তামান্না ভাটিয়া আর বিজয় বর্মার সম্পর্কের খবর সামনে এসেছিল ‘লাস্ট স্টোরি ২’-র মুক্তির কিছু আগে। আপাতত দুজনে চুটিয়ে প্রেম করছেন। লাস্ট স্টোরিতে তামান্না আর বিজয়কে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়। এমনকী, বিজয়ের জন্য নিজের ‘নো কিস পলিসি’ও ভেঙেছিলেন তামান্না।
বলিউডের এই জুটি সদ্য ছুটি কাটিয়ে এল মলদ্বীপে। তামান্না সামাজিক মাধ্যমে এই বিচ ভ্যাকেশনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যদিও তার মধ্যে কোনওটায় বিজয়ের দেখা মেলেনি। আর মলদ্বীপ থেকে মুম্বই ফিরে বিমানবন্দরে পাপারাৎজির মুখোমুখি দুজনে। আর সেখানেই মলদ্বীপে ছুটি কাটানো নিয়ে ফোটোগ্রাফাররা মস্করা করতেই একেবারে রেগে আগুন বিজয়। আরও পড়ুন: ‘বিনোদনের কোনও ভাষা, ধর্ম, জাত, রঙ হয় না’, বুর্জ খলিফায় বললেন 'জওয়ান' শাহরুখ
প্রথমে এয়ারপোর্ট থেকে বাইরে আসেন তামান্না। সেখানে পাপারাৎজিরা তাঁর মলদ্বীপের ছবির প্রশংসা করেন। একজন প্রশ্ন করে বসেন, ‘বিজয় স্যার আসেননি?’ তাতে তামান্নাকে হেসে চলে যেতে দেখা যায়। এরপর বিজয় বাইরে এলে একইভাবে ছেঁকে ধরেন পাপারাৎজিরা। তবে তাঁদের মধ্যে একজন বিজয়কে প্রশ্ন করে বসে, ‘মলদ্বীপের সমুদ্রের মজা নিয়ে ফিরলেন?’ যা একটুও পছন্দ হয়নি তামান্নার প্রেমিকের। বিজয় বেশ কড়াভাবেই জবাব দেন, ‘এই ধরনের কথা আপনি বলতে পারেন না।’
তামান্না পরে ছিলেন এদিন খয়েরি রঙের কো-অর্ড সেট সঙ্গে ম্যাচিং জ্যাকেট। আর বিজয় পরেছিলেন সাদা রঙের শার্ট ও ডেনিম জিন্স।
তামান্নার সঙ্গে প্রেম লাইমলাইটে আসা নিয়ে এর আগেও মুখ খুলেছেন বিজয় বর্মা। এক সাক্ষাৎকারে তাঁদের জুটি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব দিয়েছিলেন, 'আমি শুনে খুশি যে, আমরা বলিউডের জনপ্রিয় দম্পতিদের মধ্যে গণ্য হই। বিষয়টি অবশ্যই ভালো লাগার মতো। তবে প্রথমবার যখন এত মনোযোগ পেয়েছিলাম তখন একটু অস্বস্তি হয়েছিল, এত মনযোগ পেতে খুব একটা অভ্যস্ত নই আমি। একা একা ঘুরে বেড়াতেই স্বচ্ছন্দ্যবোধ করি। প্রথমবার যখন আমরা একসঙ্গে বাইরে গেলাম তখন সবার নজর আমাদের দিকে পড়ল। আমিও চেষ্টা করছি এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠার।'
কাজের সূত্রে, শীঘ্রই করিনার ‘জানে জান’-এ দেখা যাবে বিজয়কে। আফগানি শো, মার্ডার মুবারকের মতো প্রোজেক্ট রয়েছে বিজয়ের হাতে। শেষ তাঁর দেখা মিলেছে ‘লাস্ট স্টোরিজ ২’তে। অন্য দিকে, তামান্না ছিলেন রজনীকান্তের ব্লকবাস্টার সিনেমা ‘জেলার’-এ। যা এখনও রমরমিয়ে চলছে সিনেমা হলে।