রণবীর ভট্টাচার্য
কলকাতার একটা পাঁচতারা হোটেলে অল ইন্ডিয়া রাবার অ্যাসোসিয়েশনের তরফে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ সম্মেলনের। এই সম্মেলনের মূল লক্ষ্যই ছিল সামনের বছর মার্চ মাসে অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়া রাবার এক্সপো নিয়ে ভাবনার আদান প্রদান। এই সম্মেলনে যোগ দিয়েছিলেন রাবার শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীমহলের অনেকেই। বলাই বাহুল্য, রাবার শিল্পের ক্ষেত্রে কলকাতা তথা পশ্চিমবঙ্গের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
‘আমরা বিশ্বাস করি ইন্ডিয়া রাবার এক্সপো ২০২৪ একটি নতুন দিগন্ত খুলে দেবে আমাদের দেশে রাবার শিল্পের বৃদ্ধির জন্য। যেসব সংস্থা তাদের নতুন উদ্ভাবন এবং স্ট্রাটেজি দিয়ে রাবার দুনিয়ায় অনেকটাই নতুন ধারা তৈরি করতে পেরেছেন, তাদের জন্য এটি অন্যতম সেরা প্ল্যাটফর্ম হতে চলেছে,’ জানান শশী সিংহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া রাবার এসোসিয়েশন।
কলকাতার রমেশ কেজরিওয়াল, যিনি অল ইন্ডিয়া রাবার এসোসিয়েশনের প্রেসিডেন্ট, জানান, ‘আমরা খুবই আপ্লুত যে সামনের বছর ইন্ডিয়া রাবার এক্সপো ২০২৪ আয়োজন করতে চলেছি। এটি ১১তম পর্ব হতে চলেছে। বলাই বাহুল্য, রাবার শিল্পের উপর এই এক্সপো এশিয়ায় সবচেয়ে বড়। আমরা আশা রাখছি রাবার শিল্পের সঙ্গে যুক্ত সকলেই যোগদান করবেন এই বৃহৎ কর্মকাণ্ডে। ৪৫০র উপর প্রদর্শক, ৪০০০০ এর উপর দর্শক এবং ৩০টির বেশি দেশের প্রতিনিধি থাকতে চলেছে এই এক্সপোতে। আগামী ২০-২৩ মার্চ, ২০২৪ সালে এই এক্সপো অনুষ্ঠিত হতে চলেছে মুম্বইয়ের বোম্বে এক্সিবিশন সেন্টারে। আমরা খুব ঘটনাবহুল এক্সপোর আশা করছি যেখানে তিন দিনের একটি আন্তর্জাতিক রাবার কনফারেন্স হবে এবং রিভার্স ক্রেতা বিক্রেতা মিট হওয়ার কথা রয়েছে।’
বিষ্ণু ভিমরাজিকা, চিফ কনভেনর, ইন্ডিয়া রাবার এক্সপো ২০২৪ এবং পলিমান ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর, জানান, ‘আমরা খুবই খুশি যে এর মধ্যেই ৭০ শতাংশ জায়গা বিভিন্ন সংস্থা বুক করে নিয়েছেন। প্রায় ৩০০০০ স্কোয়ার মিটারের জায়গা সত্যি ভাবা যায় না কোন এক্সপোর ক্ষেত্রে। এখন ভারতের অর্থনীতির অবস্থা যথেষ্ট ভালো এবং সামনের দিন পৃথিবীর সেরা তিনটি অর্থনীতির মধ্যে হয়ে ওঠার প্রভূত সম্ভাবনা রয়েছে। রাবার একটি দ্রব্য হিসেবে যথেষ্ট সম্ভাবনাময় এবং আমরাও ভীষণ আশাবাদী ভারতের রাবার শিল্প নিয়ে।’
প্রসঙ্গত, ইন্ডিয়া রাবার এক্সপো ২০২৪ আয়োজন করছে অল ইন্ডিয়া রাবার অ্যাসোসিয়েশন, যেই সংস্থা ভারতের স্বাধীনতার পূর্বে ১৯৪৫ সালে গঠিত হয়েছিল। বর্তমানে এই সংস্থা রাবার ব্যবসা ও শিল্পের দিক থেকে দেশে নিরলস ভাবে কাজ করে চলেছে। অল ইন্ডিয়া রাবার অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য হল দেশ জুড়ে সর্বাঙ্গীন ভাবে এই শিল্পের বৃদ্ধির দিকে সাহায্য করা। অটো টায়ার ও অন্যান্য টায়ারের সেক্টর, বিভিন্ন রাবার দ্রব্য, কাঁচামাল এবং মেশিন বিশেষ রয়েছে এই বিস্তারিত কর্ম প্রণালীর মধ্যে। বর্তমানে এই সংস্থায় ১৪০০ র বেশি সদস্য রয়েছে। আর উল্লেখ করার মতো যে ৮০ শতাংশের বেশি ইউনিট দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কাজ করে চলেছে। আশা করা জয়, যে মার্চ মাসের বহু প্রতীক্ষিত এই এক্সপোতে ভারত ছাড়া চিন, ফ্রান্স, জার্মানি, জাপান, থাইল্যান্ড, আমেরিকা, আফ্রিকা, মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ অংশগ্রহণ করবে।