আর কয়েক দিন পরেই বড়দিন। তবে তার অপেক্ষা করে লাভ নেই। তার আগেই আজই আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন এই দিনের শুভেচ্ছাবার্তা। কী লিখতে হবে, জেনে নিন এখান থেকে।
১। মেরি ক্রিসমাস। নতুন বছর চলেই এল। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং শুভ কামনা রইল তোমার ও তোমার পরিবারের জন্য।
২। বড়দিন আমাদের জীবনে অনেক শুভকামনা নিয়ে আসে । কেকের সুগন্ধের মতোই সুন্দর হোক তোমার জীবন। আনন্দে ভরে উঠুক তোমার জগত।
৩। বড়দিন উৎসবের দিনগুলো অনেক আনন্দে কাটুক তোমার এবং তোমার পরিবারের। প্রার্থনা করি, আনন্দে ভরে উঠুক তোমার জীবন।
৪। মেরি ক্রিসমাস! প্রার্থনা করি যেন আজকের বিশেষ দিনে তোমার এবং তোমার পরিবার সুখে এবং আনন্দে থাকে। তার সঙ্গে নতুন বছরেরও আগাম শুভেচ্ছা জানাই।
৫। বড়দিনের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা রইল তোমার ও তোমার পরিবারের জন্য। ভালো থাকো, আনন্দে থাকো।
৬। প্রার্থনা করি বড়দিনের উৎসবের মতোই আলোকিত হোক তোমার জীবন। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে খুব আনন্দে ও সুখে থাকো।
৭। বড়দিন শুধু একটা দিনের উৎসব নয়। সারাজীবন যেন এভাবেই আনন্দে কাটে তোমার। প্রার্থনা করি ঈশ্বর তোমায় সারাজীবন সুখে রাখুন।
৮। ঈশ্বরের আশীসে ভরে উঠুক তোমার জীবন। বড়দিনের শুভ মুহূর্তে শুভেচ্ছা জানাই তোমায় ও তোমার পরিবারকে।
৯। বড়দিনের শুভ মুহূর্ত তোমার জীবনে বারবার আনন্দ ফিরিয়ে নিয়ে আসুক। সান্তাক্লজ এসে তোমার জীবন সুখে ভরিয়ে দিক।
১০। বড়দিনের আলোয় ভরে উঠুক তোমার প্রাণমন। দূর হোক সমস্ত অন্ধকার। বড়দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠুক জীবন।