ডিসেম্বর পড়লেই শুরু ছুটির মেজাজ! এই মাসে বেশ কয়েকটি দিন বন্ধ থাকছে স্কুলও। আর কয়েকদিন বাদেই শুরু সেই মাস। আদতে ডিসেম্বর মাস একভাবে ছুটির মাস। এই সময় শিক্ষাবর্ষ শেষ হয় না। তবে তেমন কোনও বড় পরীক্ষাও থাকে না পড়ুয়ার। ফলে অনায়াসে বাইরে ঘুরতে চলে যান অনেকেই। বিশেষ করে বড়দিন থেকে শুরু হয় ছুটি । নতুন বছর শুরুর আগে পর্যন্ত একটানা চলে সেই ছুটি। চলতি বছরেও তেমনই ছুটির মেজাজ রয়েছে। কারণ ২৫ ডিসেম্বর থেকে নতুন বছর পর্যন্ত টানা এক সপ্তাহ। এই সময় অনায়াসেই ছুটি নেওয়া যায়।
(আরও পড়ুন: এক্কেবারে ঘরকুনো, বেড়াতে যাওয়ার কথা উঠলেই জ্বর আসে এই ৪ রাশির)
কেমন ছুটি পাওয়া যাবে বছরের শেষ মাস জুড়ে? আসুন জেনে নেওয়া যাক।
- আগামী মাসে ক্রিসমাস একটি বড় উৎসব। আর ক্রিসমাসের আগের দিন বিকেলকে বলা হয় ক্রিসমাস ইভ। এই দিনটিও একই ভাবে বিশেষ একটি দিন। ক্রিসমাস ইভের দিনটি হল ২৪ ডিসেম্বর। এই দিনটি পড়ছে রবিবার। অর্থাৎ এই দিনটি এমনিতেই ছুটির দিন।
- পর দিন সোমবার অর্থাৎ কাজের দিন। অথচ ওই দিনটিই পড়ছে ২৫ ডিসেম্বর। অর্থাৎ ছুটির দিন পড়ছে সোমবার। এর ফলে টানা ছুটির দিন থাকছে শনিবার থেকেই। একটু কায়দা করে ছুটি নিতে পারলেই টানা চার দিন অফ পাওয়া যাবে এই সময়।
(আরও পড়ুন: কারও কুদৃষ্টি পড়লেও চাপ নেই, অটুট থাকবে প্রেম! ৫ উপায় মেনে চললেই হবে)
- শনিবার ও রবিবার এমনিই ছুটি থাকে। এর পাশাপাশি ছুটি নিতে হবে শুক্রবার। ওই দিনটি অফ নিলেই শুক্রবার, শনিবার, রবিবার ও সোমবার চারটে দিন অফ পাওয়া যাবে। ফলে চাইলেই দূরেয কোনও জায়গা থেকে দুদিন ঘুরে আসা যায়।
অনেকের অভিভাবকরা বছরের শেষের জন্য কিছু ছুটি জমিয়ে রাখেন। সেই হিসেবে বছরের শেষ সপ্তাহ অর্থাৎ ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি টানা আট দিন ছুটি নেওয়া যাবে। ২৩ ও ২৪ ডিসেম্বরকে ধরলে সেই ছুটি মোট দশদিনের হয়।
২৭ নভেম্বর - গুরু নানক জয়ন্তী
২০ ডিসেম্বর- মহর্ষি বাল্মিকী জয়ন্তী
২৪ ডিসেম্বর - ক্রিসমাস ইভ
২৫ ডিসেম্বর - বড়দিন
৩১ ডিসেম্বর - নিউ ইয়ার ইভ
১ জানুয়ারি - নিউ ইয়ার