বাংলা নিউজ > টুকিটাকি > Dooars Pujo Tour: জেনি আর মাধুরীর টানেই এবার পুজোয় গরুমারার জঙ্গল, ডুয়ার্স পর্যটনে নয়া জোয়ার
পরবর্তী খবর

Dooars Pujo Tour: জেনি আর মাধুরীর টানেই এবার পুজোয় গরুমারার জঙ্গল, ডুয়ার্স পর্যটনে নয়া জোয়ার

জলদাপাড়ায় হাতি সাফারির মতোই এবার গরুমারায় ফের নিয়মিত হাতি সাফারির ব্যবস্থা করা হবে। ফাইল ছবি

করোনার পর থেকেই বন্ধ ছিল হাতি সাফারি। এবার ফের জেগে উঠছে গরুমারা। আকর্ষণের কেন্দ্রে জেনি আর মাধুরী। কারা এরা? 

সামনেই পুজো। বেড়াতে যাওয়ার জন্য ব্যাগ গুছানো শুরু হয়ে গেছে অনেকের বাড়িতেই। কেউ যাচ্ছেন ডুয়ার্স কেউ যাচ্ছেন পাহাড়। বাঙালির পুজো ভ্রমণ বলতে এই পাহাড় আর ডুয়ার্স দুটোই বেশ জনপ্রিয়। তবে এবার পুজোর মুখে গরুমারা কে ঘিরে বনদপ্তরের বিশেষ ঘোষণা ডুয়ার্সের পর্যটন ব্যবসা কে কার্যত তুঙ্গে তুলে দিয়েছে। আর তার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি তারা হল জেনি আর মাধুরী।

ওরা কোন মানুষ নয়।ওরা হল কুনকি হাতি। গরুমারা অভয়ারণ্যে হাতি সাফারি নিয়মিত করার জন্য এই দুই কুনকি হাতিকে নিয়ে আসা হয়েছে। জলদাপাড়া থেকে রীতিমতো ট্রাকে চাপিয়ে তাদের গরুমারাতে নিয়ে আসা হয়েছে। তারাই এবার পর্যটকদের কাছে মূল আকর্ষণ। সেই জেনি আর মাধুরীর টানেই গরুমারা নিয়ে বিশেষ খোঁজখবর করছেন পর্যটকরা।

আসলে করোনার পরবর্তী সময় থেকেই গরুমারা অভয়ারণ্যে বন্ধ ছিল হাতি দাফারি।কিন্তু পর্যটকদের তরফ থেকে বারবার আবেদন করা হচ্ছিল গরুমারাতে যাতে ফের হাতি সাফারি চালু করা হয়। আর পুজোর মুখে এল সেই সুখবর।

২৮ বছর বয়সী জেনি। আর ২০ বছর বয়সী মাধুরী। পর্যটকদের পিঠে চাপিয়ে হাতিরা বের হবে জঙ্গল সাফারিতে। তবে গরুমারার পথঘাট ওদের ঠিক চেনা নেই। সে কারণেই এই জঙ্গলের সাথে ওদের পরিচয় করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

জলদাপাড়ার কোদাল বস্তি রেঞ্জ থেকে আনা হয়েছে মাধুরী হাতিকে। জলদাপাড়া চিলাপাতা রেঞ্জ থেকে আনা হয়েছে কুনকি হাতে জেনিকে। তাদের নিয়েই এবার পর্যটকদের যাবতীয় আকর্ষণ। নতুন করে হাতিসাফারি চালু হওয়ার উদ্যোগকে ঘিরে পর্যটন ব্যবসায়ীরা অত্যন্ত খুশি। তাদের আশা এবার গরুমারাতে পর্যটকদের ঢল নামবে।

আসলে জঙ্গলের পথে পথে হাতির পিঠে চেপে সাফারি করার মজাই আলাদা। একটি কুনকি হাতিকে রাখা হয়েছে ধূপঝোড়াতে । অপর কুনকি হাতিকে রাখা হচ্ছে কালিপুর পর্যটক আবাসের কাছে। সেখানকার হাতিশালাতেই থাকবে তারা। তাদের যত্ন আত্তির যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।

আর ১৬ সেপ্টেম্বর থেকে খুলছে জঙ্গল। তারপরই পুজো। পুজো মানেই হইহই করে ডুয়ার্সে। কিন্তু জঙ্গলের নিয়ম মেনেই জঙ্গলে যান এটাই অনুরোধ সকলের কাছে।

 

Latest News

তাজমহলের প্রধান গম্বুজ ফুটো হয়ে জল পড়ছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল ‘ক্রিকেটে টাকার গন্ধ পেয়েছে, বুকিরা তাই ঢুকতে চাইছে’!আশঙ্কার কথা মার্শালের গলায়… বিপদ সঙ্কেত উপেক্ষা, রেলওয়ে আন্ডারপাসে সলিলসমাধি দুই ব্যাংক কর্মীর ছোট্ট 'দীপজ্যোতি'র সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটিতে মজল নেট দুনিয়া! ‘দিদি আপনাকে কুর্নিশ’,ডাক্তারদের ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী যেতেই মমতা-বন্দনা দেবের পরিবর্তিনী একাদশীতে করুন এই ৫ ব্যবস্থা, দূর হবে অর্থের অভাব পুজোয় মাত্র ২ দিন ছুটি? মন খারাপ নয়, অল্প খরচে ঘুরে আসুন ঝাড়গ্রাম! ডাইনি অপবাদ দিয়ে ২ আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা জার্সি-টিফোয় নায়ক বরণ! ৯০০ গোলের জন্য রোনাল্ডোকে ভালোবাসায় ভরালেন সমর্থকরা… ‘‌রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিচ্ছি’‌, ধরনা মঞ্চে ঘোষণা মমতার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.