আধুনিক কালের আন্তর্জাতিক মাতৃদিবসের সূচনাকার হিসেবে প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন আনা জারভিস। কিন্তু তিনিই একবার এই দিনটি পালন করা বন্ধ করতে বলেন। কেন এমন কথা বলেছিলেন তিনি?
1/5আধুনিক কালের আন্তর্জাতিক মাতৃ দিবসের সূচনাকার হিসেবে প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন আনা জারভিস। কিন্তু তিনিই একবার এই দিনটি পালন করা বন্ধ করতে বলেন। কেন এমন কথা ভেবেছিলেন তিনি? (Wikipedia)
2/5ইতিহাসের তথ্য অনুযায়ী, আনা মাদারস ডে ওয়ার্ক ক্লাব নামে একটি ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। সেখান থেকে মহিলাদের উন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে কাজ করতেন আনা। মায়ের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর। (Wikipedia)
3/5সাত ভাইবোন খুব ছোটবেলায় নানা জটিল রোগে ভুগে মারা যান। আনা তাই আদরের ধন ছিলেন তাঁর মায়ের। মেয়ে বাইরে থাকলে মা ও মেয়ের মধ্যে নিয়মিত চিঠি আদানপ্রদান হত। তাঁর মায়ের ইচ্ছে ছিল এমন কোনও দিন যদি পালন করা শুরু হয়, বেশ হয়। (Wikipedia)
4/5১৯০৫ সালে মায়ের মৃত্যুর পর আনা সেই উদ্যোগ নেন। খুব শিগগিরই আনার চেষ্টায় সরকার সম্মতি জানায়। দিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করে তাতে শিলমোহর দেন। তবে এতেই শুরু হয় সমস্যা। দিনটি ধীরে ধীরে ব্যবসায়ীদের জন্য মুনাফার বড়দিন হয়ে ওঠে। (Wikipedia)
5/5আনা বেঁচে থাকাকালিনই দেখতে পান মাদার্স ডে বা মাতৃ দিবস ধীরে ধীরে ব্যবসায়ীদের জন্য পুরোদস্তুর ফুর্তি হইহুল্লোড়ের দিন হয়ে উঠছে। এই ঘটনাই আঘাত দেয় আনাকে তিনি চেয়েছিলেন মায়েদের স্মরণ করে, ভালোবেসে এই দিন পালন করা হবে। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দিনটি উদযাপন শুরু হওয়া দেখেই আনা দিনটি বন্ধ করার অনুরোধ করেন। যদিও সেই অনুরোধ রাখেনি সরকার। (Wikipedia)