বাংলা নিউজ > টুকিটাকি > IPS Tripti Bhatt: ১৬টা সরকারি চাকরি নেননি, যাননি ইসরোতেও,কীভাবে আইপিএস হলেন তৃপ্তি? অনুপ্রেরণা কে?
পরবর্তী খবর

IPS Tripti Bhatt: ১৬টা সরকারি চাকরি নেননি, যাননি ইসরোতেও,কীভাবে আইপিএস হলেন তৃপ্তি? অনুপ্রেরণা কে?

আইপিএস তৃপ্তি ভট্ট। ইনস্টাগ্রাম, সংগৃহীত ছবি

শুরু হল নিজেকে তৈরি করার কাজ। সিভিল সার্ভিসের জন্য় তিনি নিজেকে তৈরি করতে শুরু করেন। শুরু কঠিন পরিশ্রম। ২০১৩ সালে প্রথমবার ইউপিএসসিতে বসেছিলেন তৃপ্তি।প্রথম পরীক্ষাতেই  বাজিমাত।

সরকারি চাকরি পাওয়া কি মুখের কথা। অনেকেই বছরের পর বছর ধরে এই সরকারি চাকরির দিকে মুখ চেয়ে বসে থাকেন। কিন্তু মেলে আর না। কঠিন পরিশ্রম করেও সরকারি চাকরি মেলে না অনেকের। তবে তৃপ্তি ভাটের ক্ষেত্রে স্টোরিটা কিছুটা অন্যরকম। তিনি একের পর এক সরকারি চাকরির প্রস্তাব হেলায় ছেড়ে দিয়েছেন। কিন্তু তিনি লক্ষ্যে ছিলেন অবিচল। আর সেই লক্ষ্য পূরণ করে ফেলেছেন তিনি। আজ সফল আইপিএস তৃপ্তি ভাট। 

কীভাবে নিজেকে তৈরি করেছেন তৃপ্তি ভট্ট? 

শিক্ষক পরিবারের সন্তান তৃপ্তি। পড়াশোনার পরিবেশ ছিল বাড়িতে। দ্বাদশ শ্রেণি পর্যন্ত তিনি কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। নবম শ্রেণিতে পড়ার সময় তাঁর স্কুলে এসেছিলেন এপিজে আব্দুল কালাম। তিনিও ছিলেন তৃপ্তির অন্য়তম অনুপ্রেরণা। হাতে লিখে তৃপ্তিকে চিঠি দিয়েছিলেন খোদ এপিজে আব্দুল কালাম। সেখানে তিনি লিখেছেন. তুমি দেশ সেবা করো।

 এরপর পন্থনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন। ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে তিনি চাকরি করতেন। তবে বেশিদিন এই চাকরি করেননি তিনি। এরপর অন্তত ১৬টি সরকারি জায়গা থেকে চাকরির প্রস্তাব এসেছে তাঁর কাছে। কিন্তু মনের মধ্য়ে তখন অন্য লক্ষ্য তৃপ্তির। দেশ সেবা করতে হবে। আর সেই দেশ সেবার জন্য় আইপিএস পেশাকে বেছে নিতে চান। 

এরপর শুরু হল নিজেকে তৈরি করার কাজ। সিভিল সার্ভিসের জন্য় তিনি নিজেকে তৈরি করতে শুরু করেন। শুরু হল কঠিন পরিশ্রম। ২০১৩ সালে প্রথমবার ইউপিএসসিতে বসেছিলেন তৃপ্তি।প্রথম পরীক্ষাতেই পাশ করেন তিনি। দেরাদুনের পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন তিনি। দেশ সেবায় ঝাঁপিয়ে পড়েন তৃপ্তি ভট্ট। 

আসলে তিনি উত্তরাখণ্ডের আলমোড়ার বাসিন্দা। চার ভাইবোনের মধ্য়ে বড় তিনি। তিনি একের পর এক সরকারি চাকরি ছাড়েন। এমনকী ইসরোর মতো মর্যাদার চাকরিও তিনি নেননি। লক্ষ্য় একটাই আইপিএস হতে হবে। আর তাতে ১০০ শতাংশ সফল হন তিনি।

তিনি সফল আইপিএস। শিক্ষক পরিবারে বড় হয়েছেন তিনি। তৃপ্তি ইউপিএসসিতে ১৬৫ Rank পেয়েছিলেন।  দেরাদুনের এসপি পদে ছিলেন তিনি। চামোলির এসপি পদে ছিলেন তিনি। দেরাদুনের এসপি ইনটেলিজেন্স ও সিকিউরিটি পদেও ছিলেন তিনি। তাঁর কাহিনি এখন অনেকের কাছেই অনুপ্রেরণার। কীভাবে নিজের লক্ষ্য়ে অবিচল থেকে ইউপিএসসিতে সফল হতে হয় তা করে দেখিয়েছেন তিনি।  

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

‘আরও বাচ্চা চাই…’, রাহাতেই সন্তুষ্ট নন রণবীর-আলিয়া, শীঘ্রই দিদি হবে রাহা? মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝগড়া, রাগে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন অজিত পাওয়ার: রিপোর্ট দু একটা মৃত্যু চাইছে সরকার, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি জীবন শাস্তি দেয় না,শেখায়! আমার পরীক্ষা শেষই হচ্ছে না! জন্মদিনেও আবেগঘন হার্দিক.. স্ত্রী ২ থেকে সরফিরা, পুজোর সপ্তাহে হলের ভিড় এড়িয়ে ঘরে বসে দেখুন এই সব ছবি 'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল? 'নবরাত্রির সময় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে বিজেপি...' বোলিংয়ের সময় গম্ভীরের কোন টোটকায় সাফল্য পান নীতীশ? ম্যাচ জিতে রহস্য ফাঁস তারকার… ঢাক বাজছে চড়াম চড়াম, মেয়েকে নিয়ে গ্রামের পুজোয় কেষ্ট, দিলেন না অঞ্জলি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.