দিঘা, পুরী, দার্জিলিং তো অনেক হল। এবার দীপুদা ছেড়ে কিছুদিনের জন্য বিদেশে ঘুরে আসুন। ভিসাও লাগবে না। এবারের শীতে বিরাট অফার। থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কিংবা মালয়েশিয়া যেতে গেলে আর ভিসা লাগবে না। মানে ভারত থেকে এই দেশগুলিতে যেতে গেলে আপাতত ভিসা লাগছে না। এদিকে অনেকই প্রমোদ ভ্রমণের জন্য থাইল্যান্ড, মালয়েশিয়াতে যান। শ্রীলঙ্কাও অনেকের কাছে খুব প্রিয়। সেক্ষেত্রে তাঁরা এবার বিনা ভিসাতে বিদেশ ভ্রমণটা সেরে নিতেই পারেন। তবে ভিসা ফ্রি হলেও বিমান ভাড়া কিন্তু চড়ছে।
এদিকে এবার শীতে ভারতীয় পর্যটকদের টেনে আনতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে একাধিক দেশ। এমনকী বিমানগুলি সংস্থাগুলিও এনিয়ে তৎপর। দেশীয় যে বিমান সংস্থা রয়েছে তারা তাদের বিমানের সংখ্য়া বাড়িয়ে যাত্রীদের চাপ রক্ষা করার চেষ্টা করছে বলে খবর।
এদিকে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দেখা গিয়েছে, গতবারের তুলনায় এবার দিল্লি-দুবাই, সৌদি বা লন্ডনের রুটে প্রায় সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের বিমান চালাচ্ছে। আর সেখানে বিমানের ভাড়াও প্রায় ২০-২৫ শতাংশ কমেছে। অন্যদিকে ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দেশে বিমান ভাড়া গত বারের তুলনায় অনেকটাই বেশি।
এদিকে একাদিক দেশ ভারতীয়দের জন্য় ভিসা ফ্রি ঘোষণা করে দেওয়ায় খরচও অনেকটাই কমছে। মানে বিমান ভাড়া বাড়লেও ভিসার জন্য় অতিরিক্ত খরচ তাদের করতে হচ্ছে না। এর জেরে আশা করা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে এবার আরও বেশি করে পর্যটকরা বেড়াতে যাবেন।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ডিরেক্টর অফ ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড( নিউ দিল্লি অফিস) জানিয়েছেন, ১০ নভেম্বর ২০২৩ থেকে থাইল্যান্ড সমস্ত ভারতীয়দের জন্য় ভিসা ফ্রি করে দিয়েছে। তারপর থেকে নভেম্বরের দ্বিতীয় পর্যায় পর্যন্ত প্রথম হাফের তুলনায় প্রায় দ্বিগুণ পর্যটক থাইল্যান্ড গিয়েছেন ভারত থেকে।
মেক মাই ট্রিপের গ্রুপ সিইও রাজেশ মাগো ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডোমেস্টিক ও ইন্টারন্য়াশানাল ফ্লাইটের ক্ষেত্রে পর্যটকরা মোটামুটি ৬দিনের ছুটিতে যেতে চান। ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে গোয়া, রাজস্থান, বেনারস, কেরল, মানালি,উটি, দার্জিলিং,কুর্গ, পন্ডিচেরি, শ্রীনগর, গ্য়াংটক, ঋষিকেশ থাকে ডিসেম্বরের শেষ সপ্তাহের জন্য। আর এবার থাইল্যান্ড, দুবাই, সিঙ্গাপুর ও বালির প্রতি আকর্ষণ রয়েছে ভারতীয়দের।