ভয়াবহ ঘটনা ওড়িশায়। ওড়িশার কালাহান্ডি জেলায় তিনজনকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার যাত্রা দেখে বাড়ি ফিরছিলেন ওই তরুণীরা। সেই সময় তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
১৬ এপ্রিল রাতের ঘটনা। বুধবার রাতে বীজেপুর থানায় এনিয়ে অভিযোগ দায়ের করা হয়। পরিবারের লোকজন বিষয়টি জানার পর তারা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।
এদিকে ওই তরুণীরা যাত্রা দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময় পাঁচজন তাদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর তাদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্তে নামে। বীজেপুর থানার ইনস্পেক্টর ইন চার্জ লিঙ্গরাজ শেঠী জানিয়েছেন, ওই এলাকা মাওবাদী অধ্যুষিত। এলাকায় পাহাড় ও বনাঞ্চল রয়েছে। সেই রাস্তা দিয়ে তারা ফিরছিলেন। সেখান থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
তবে প্রথমে তারা পরিবারের কাছে গোটা ঘটনা খুলে বলতে চায়নি। পরে অবশ্য় তারা পরিবারের কাছে গোটা ঘটনা জানান। তারপরই তারা পুলিশের দ্বারস্থ হন। বৃহস্পতিবার তাদের ভবানীপাটনা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মেডিক্যাল পরীক্ষার জন্য। এই ঘটনায় কারা জড়িত তাদের খোঁজ চলছে।
সম্প্রতি উত্তর প্রদেশের মুজফ্ফরনগর জেলায় স্কুলের মধ্যেই এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্কুলের মধ্যেই তিন বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ১০ বছর বয়সি এক নাবালকের বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্য়েই ওই অভিযুক্তকে আটক করেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মেয়েটির বাবা এনিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন. তাঁদের দাবি, মেয়েটিকে ছাদে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর তাকে ওই ১০ বছর বয়সি ছেলেটা ধর্ষণ করেছে। শনিবারের ঘটনা।
পুলিশ জানিয়েছে অভিযুক্ত নাবালক প্রথম শ্রেণিতে পড়ে। অন্যদিকে ওই মেয়েটি স্কুলের প্লে গ্রুপে পড়াশোনা করে। এদিকে গোটা ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে এর আগে শিশুদের সঙ্গে যৌন নির্যাতনের একাধিক অভিযোগের কথা শোনা গিয়েছে। তবে এবার ওড়িশায় তিনজন তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup