কর্ণাটকের পিইউ কলেজের দ্বাদশ ক্লাসের ৩ ছাত্রীর ওপর অ্যাসিড হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ এক ২৩ বছরের যুবক ওই ৩ তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা করে। ঘটনায় এখনও পর্যন্ত ১ জনকে গ্রেফতার করা হয়েছে। কর্ণাটকের দক্ষিণ কাদাবা জেলায় সরকারি পিইউ কলেজে এই ঘটনা ঘটে গিয়েছে।
জানা গিয়েছে, ঘটনায় অভিযুক্তের নাম আবিন। আবিন কেরলের বাসিন্দা। যে সম তরুণীদের ওপর অ্যাসিড হামলা হয়, সেই সময় অভিযুক্ত আবিন একটি টুপি আর মাস্ক পরেছিল। যাতে তার কোনও পরিচিতি সামনে না আসে। পুলিশ সূত্রের খবর, আবিনের লক্ষ্য ছিল কর্ণাটকের পিউফ কলেজের এক ছাত্রীর দিকে। উল্লেখ্য, ওই ছাত্রীটিও কেরলের বাসিন্দা বলে খবর। জানা গিয়েছে, ওই ছাত্রীকে টার্গেট করেই অ্যাসিড হামলা করে আবিন। তবে ওই ছাত্রীর পাশে থাকা তাঁর দুই বান্ধবীও এই হামলার কবল থেকে বাদ যাননি। জানা গিয়েছে, তাঁরাও এই হামলায় আহত হয়েছেন।
( Modi's Message to Ministers: ‘জিতে আসুন’, লোকসভা ভোটের আগে মন্ত্রীদের মোদী দিলেন কৌশলগত টিপস)
জানা গিয়েছে, ঘটনার পর পরই আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, রাস্তায় থাকা জনতা মুহূর্তে অভিযুক্তকে ধরে ফেলে। এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। প্রসঙ্গত, দেশে অ্যাসিড হামলা নিয়ে একাধিক সচেতনতা গড়ে তোলার চেষ্টা করে চলেছে প্রশাসন। সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, ২৩ বছরের আবিনের কাছে কী করে পৌঁছল অ্যাসিড? জানা গিয়েছে, আবিন এমবিএর পড়ুয়া। পুলিশ বলছে, সম্ভবত প্রণয়ঘটিত কারণে ওই তরুণীর ওপর অ্যাসিড হামলা করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান যে, এই তরুণীর প্রতি প্রণয়ে আসক্ত ছিল অভিযুক্ত। আর প্রেমে ধাক্কা খেয়েই এই ঘৃণ্য পদক্ষেপ সে নিয়েছে বলে জানা যাচ্ছে।