সোমবার 'ভিআরএস' নেন। আর মঙ্গলবারই ওড়িশার প্রাক্তন আইএএস অফিসার তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের ব্যক্তিগত সচিব ভি কার্তিকেয়ন পণ্ডিয়ানকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল নবীনের সরকার। তাঁকে ওড়িশার '5T'-র (ওড়িশার সংস্কারমূলক কাজ) চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। যিনি সরাসরি মুখ্যমন্ত্রী নবীনের অধীনে কাজ করবেন। যিনি বরাবরই মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হিসেবে পরিচিত।
মঙ্গলবার সকালে ওডিশা সরকারের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ভিকে পণ্ডিয়ানকে 5T (সংস্কারমূলক কর্মসূচি) এবং আমা ওড়িশা নবীন ওড়িশার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হল। তাঁকে ক্যাবিনেট মিনিস্টারের পদমর্যাদায় নিযুক্ত করা হয়েছে। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করবেন।'
উল্লেখ্য, ওড়িশার গ্রামাঞ্চলের উন্নতির জন্য সম্প্রতি 'আমা ওড়িশা নবীন ওড়িশা' প্রকল্পের সূচনা করা হয়েছে। যে প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বৃদ্ধির উপর জোর দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে। সেজন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ৫০ লাখ টাকা খরচ করা হবে। যা ২০১৯ সালের আগে চালু হওয়া 'আমা গাঁও আমা বিকাশ'-র পরিবর্তিত রূপ।
কে এই ভি কার্তিকেয়ন পণ্ডিয়ান?
১) ২০০০ ব্যাচের আইএএস অফিসার ছিলেন কার্তিকেয়ন। কালাহান্ডি জেলার ধরমগঢ়ের সাব-কালেক্টর হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ২০১১ সালে মুখ্যমন্ত্রীর দফতরে যোগ দিয়েছিলেন। তারপর থেকে নবীনের বিশ্বস্ত হয়ে উঠেছেন।
২) আদতে তামিলনাড়ুর মানুষ হলেন পণ্ডিয়ান। ওড়িশার ক্যাডারের আইএএস অফিসার ছিলেন। যিনি আইএএস অফিসার সুজাতা রাউতের সঙ্গে বিয়ে করেন। যিনি অত্যন্ত পরিচিত মুখ।
৩) অনেকদিন ধরেই বিরোধীদের রোষের মুখে ছিলেন পণ্ডিয়ান। মানুষের অভাব-অভিযোগ শুনতে রাজ্যজুড়ে ১৯০টি সভা করার পর তাঁকে বিরোধীরা আক্রমণ শানিয়েছিলেন। আইএএস অফিসার হিসেবে ইস্তফা দিয়ে সরকারিভাবে বিজেডিতে যোগ দিতে বলেছিলেন।
কংগ্রেস সাংসদ সপ্তগিরি উলাকা তো বলেন, ‘ওড়িশার ক্ষমতার কাঠামো এমন যে কেউ জানেন না যে কী হচ্ছে। কিন্তু সকলেই জানেন যে সবকিছুর পিছনে কে ছড়ি ঘোরাচ্ছেন। ছুটির সময় তিনদিনের মধ্যে ভিআরএসে (ভলান্টিয়ারি রিটায়ারমেন্ট সার্ভিস) অনুমোদন পড়ে গেল। সুপারফাস্ট।’ সেইসঙ্গে তাঁর খোঁচা, ভোটের আগে পণ্ডিয়ান মুখ্যমন্ত্রী হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।