বাংলা নিউজ > ঘরে বাইরে > বিজেপি হল ভিডিয়ো তৈরির কোম্পানি, কেন একথা বলছেন কেজরিওয়াল?

বিজেপি হল ভিডিয়ো তৈরির কোম্পানি, কেন একথা বলছেন কেজরিওয়াল?

আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (PTI Photo/Vijay Verma)  (PTI)

রাজনৈতিক মহলের মতে, সত্যেন্দ্রর জেলবাসের কাণ্ড নিয়ে এবার ভিডিয়ো লিক হয়েছে। এনিয়ে অস্বস্তি বাড়ছে আপ শিবিরে। তবে এবার এনিয়ে অস্বস্তি ঢাকার মরিয়া চেষ্টা আপ নেতৃত্বের। পালটা এনিয়ে বিজেপিকে আক্রমণ আপ প্রধানের।

এলএন রাও

দিল্লির মন্ত্রী সত্য়েন্দ্র জৈনর জেলবাসের ভিডিয়ো ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। এবার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল তীব্র কটাক্ষ করলেন বিজেপিকে। তাঁর মতে বিজেপি একটি ভিডিয়ো তৈরির কোম্পানি।

তিনি টুইট করে জানিয়েছেন, বিজেপি হল ভিডিয়ো তৈরির কোম্পানি। এবারের ভোটে পাবলিক বিজেপিকে ভিডিয়ো তৈরির কাজ দেবে। যারা স্কুল আর হাসপাতাল তৈরি করবে তাদেরই সরকার তৈরির দায়িত্ব দেবে।

এদিকে নতুন একটি সিসি ফুটেজ দেখিয়ে বিজেপির দাবি, সত্যেন্দ্র জৈনকে একেবারে ফাইভ স্টার আতিথেয়তায় রাখা হয়েছে। রুম সার্ভিসও রয়েছে জেলে। এদিকে দিল্লি পুর নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি ওয়ার্ডে ভিডিয়োর দোকান খুলবে বিজেপি।

কেজরিওয়াল ভিডিয়ো প্রসঙ্গে বলেন আপের কাজের সঙ্গে বিজেপির ১০টি ভিডিয়োর তুলনা করুন।

এদিকে ভিডিয়োতে দেখা গিয়েছে সুপার প্রিজন সেলে জৈনর সঙ্গে মিটিং করছেন। ওই সুপারকে আগেই সাসপেন্ড করা হয়েছিল। আর্থিক প্রতারণা মামলায় সত্যেন্দ্র জৈনকে ইডি গ্রেফতার করেছিল আগেই।

রাজনৈতিক মহলের মতে, সত্যেন্দ্রর জেলবাসের কাণ্ড নিয়ে এবার ভিডিয়ো লিক হয়েছে। এনিয়ে অস্বস্তি বাড়ছে আপ শিবিরে। তবে এবার এনিয়ে অস্বস্তি ঢাকার মরিয়া চেষ্টা আপ নেতৃত্বের। পালটা এনিয়ে বিজেপিকে আক্রমণ আপ প্রধানের।

 

বন্ধ করুন