ভয়াবহ নৌকাডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ওড়িশায়। ওড়িশার ঝাড়সুগুড়ায় একটি নৌকাডুবির জেরে এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় ৭ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ওড়িশার মহানদীতে এই নৌকা ডুবে যেতেই বিপত্তি ঘটে যায়। জানা গিয়েছে মৃত মহিলার বয়স ৩৫ বছর। তিনি ছত্তিশগড়ের বাসিন্দা।
জানা গিয়েছে, মহানদীর জলে ৫০ জনেরও বেশি যাত্রীকে নিয়ে ওই নৌকা খারসিয়া থেকে একটি মন্দিরের দিকে যাচ্ছিল। ওড়িশার বরগর জেলার ওই মন্দিরের দিকে যেতে গিয়েই মাঝপথে নৌকাডুবি হয়। মুহূর্তে উদ্ধার কাজে নেমেছে ওড়িশা ব়্যাপিড অ্যাকশন ফোর্স। এলাকার কালেক্টর জানিয়েছেন ওডিআরএএফ শুরু করেছে তল্লাশি। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে ৭ জনের খোঁজ চলছে।
এলাকার কালেক্টর কার্তিকেয় গোয়েল জানিয়েছেন, ওড়িশার ব়্যাপিড অ্যাকশন ফোর্স আপাতত তল্লাশি অভিযান চালাচ্ছে। ভুবনেশ্বর থেকে স্কুবা ডাইভাররা আসবেন বলে খবর পেয়েছি। এখনও পর্যন্ত ৪৭-৪৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের নিজেদের গ্রামে পাঠানো হচ্ছে। একজন ৩৫ বছর বয়সীর দেহ উদ্ধার হয়েছে। এখনও ৪ মহিলা ও ৩ শিশু নিখোঁজ। তল্লাশি চলছে।
জানা গিয়েছে, ঘটনায় ৩৫ জন যাত্রীকে উদ্ধার করেছেন স্থানীয়রা। তাঁদের উদ্যোগে সারাদা ঘাটের কাছাকাছি এলাকা থেকে ওই বিপদে বিধ্বস্ত যাত্রীদের উদ্ধার করেছেন স্থানীয়রা। বাকি ৭ জনকে দমকল ও পুলিশের উদ্যোগে উদ্ধার করা গিয়েছে। তবে শিশুদের নিখোঁজ হওয়ায় ঘটনায় উদ্বেগ ক্রমেই বাড়ছে। তাদের উদ্ধার ঘিরেই রয়েছে উদ্যোগ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় স্বভাবতই শোকের ছায়া।