উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় ভয়াবহ দুর্ঘটনা। ঝিলম নদীর উপর ভেঙে গেল একটা পুরাতন ব্রিজ। তার জেরে তলিয়ে গিয়েছেন তিনজন। পুরানো ব্রিজটা একেবারে হুড়মুড় করে ভেঙে পড়ে। এর জেরে তিনজন নিখোঁজ হয়ে গিয়েছেন।
আধিকারিকরা ও স্থানীয়রা জানিয়েছেন, মোহরা উরি এলাকায় তিন ব্যক্তি ভেঙে পড়া ব্রিজের একাংশ সরিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই ব্রিজের বাকি অংশটা ভেঙে পড়ে যায়। স্থানীয়রা আধিকারিকদের জানিয়েছেন, তিনজন শ্রমিক ব্রিজের ভাঙা অংশ সরাচ্ছিলেন। সেই সময় তাঁরা ভাঙা ব্রিজ থেকে নীচে পড়ে যান। এরপর তারা নদীতে ভেসে চলে যান।
এদিকে স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করেছিলেন। পুলিশ, সেনা ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে তারা উদ্ধারকাজ শুরু করেন। সন্ধ্য়ায় উরির এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত ওই দুর্ঘটনাস্থলে নিখোঁজ হয়ে যাওয়া শ্রমিকদের মধ্য়ে একজনকে উদ্ধার করা যায়নি।
সূত্রের খবর ভেঙে পড়া ব্রিজটা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য় একটি ঠিকাদারি সংস্থার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। তারাই সেই কাজ করছিল। কিন্তু আচমকাই ব্রিজের বাকি অংশ ভেঙে পড়ে যায়। আর তখনই তিনজন শ্রমিক উপর থেকে নীচে পড়ে যান।