বাংলা নিউজ > ঘরে বাইরে > Chandrayaan: ‘পরেরবার চন্দ্রযানের সঙ্গে আপনাকে পাঠিয়ে দেব…’ মহিলাকে বললেন মুখ্যমন্ত্রী, দেখুন সেই Video

Chandrayaan: ‘পরেরবার চন্দ্রযানের সঙ্গে আপনাকে পাঠিয়ে দেব…’ মহিলাকে বললেন মুখ্যমন্ত্রী, দেখুন সেই Video

চন্দ্রযান ৩ এর সাফল্য়ে কলকাতাতেও প্রার্থনা হয়েছিল। (Photo by Samir Jana/ Hindustan Times) (Hindustan Times)

এভাবে পাবলিক মিটিং থেকে কোনও মহিলাকে এই কটাক্ষ করা কতটা যুক্তিসংগত তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। তিনি বেকারত্ব কমানোর জন্য় কারখানা তৈরির কথা বলেছিলেন। কিন্তু তার জবাবে মুখ্যমন্ত্রী যা বললেন তা নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে উঠেছে।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো সামনে আসে। সেখানে তিনি এক মহিলাকে বলেন, পরের বার চন্দ্রায়নে আপনাকে চাঁদে পাঠিয়ে দেওয়া হবে। একেবারে ভরা জনসভায় এভাবেই এক মহিলাকে কটাক্ষ করলেন তিনি। তবে সেই ভিডিয়ো দেখিয়ে মুখ্যমন্ত্রীকে পালটা তীব্র কটাক্ষ করেছে আম আদমি পার্টি। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। ওই মহিলা মুখ্যমন্ত্রীর কাছে শিল্প তৈরির আর্জি জানিয়েছিলেন। আর তার জবাব মিলল এভাবেই।

আপ এই ভিডিয়োটা টুইট করে লিখেছে, ওই মহিলার একটাই দোষ ছিল তিনি বেকারত্ব দূর করার জন্য একটা কারখানা তৈরির অনুরোধ করেছিলেন। এই মুখ্যমন্ত্রীর প্রতি ধিক্কার। জনতা যাঁকে নির্বাচিত করেছেন তিনি জনতাকে নিয়ে মজা করছেন। এবার কি মোদীজির ওই ধনকুবের বন্ধুদের জন্যও তিনি এই কাজ করবেন?

 

কিন্তু ঠিক কী বলেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী? ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, এক মহিলা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, এখানে একটা কারখানা তৈরি করা হোক। এনিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরের চন্দ্রযান ৪ যখন চাঁদে যাবে তখন আপনাকে ওই চন্দ্রযানে পাঠিয়ে দেব। ওর উপরে বসে পড়বেন। এদিকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই বিতর্ক একেবারে তুঙ্গে ওঠে।

তবে ওই ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে কিছু জানানো হয়নি। তবে এভাবে পাবলিক মিটিং থেকে কোনও মহিলাকে এই কটাক্ষ করা কতটা যুক্তিসংগত তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। তিনি বেকারত্ব কমানোর জন্য় কারখানা তৈরির কথা বলেছিলেন। কিন্তু তার জবাবে মুখ্যমন্ত্রী যা বললেন তা নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে উঠেছে। তবে আপ নেতৃত্ব এনিয়ে তীব্র কটাক্ষ করেছেন। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

 

বন্ধ করুন