বৃহস্পতিবার দেশে একের পর এক নক্ষত্রপতনের দুঃসংবাদ। বেলার দকে এসেছিল বিশিষ্ট গবেষক তথা ভারতের সবুদ বিপ্লবের জনক এম এস স্বামীনাথনের মৃত্যু সংবাদ। সময় খানিক গড়াতেই আরও এক দুঃসংবাদ। প্রয়াত এশিয়ান পেইন্টসের সহ প্রতিষ্ঠাতা অশ্বিন দানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
ভারতেরই শুধু নয়, এশিয়ারও অন্যতম বৃহত্তম পেইন্টস উৎপাদনকারী সংস্থা এশিয়ান পেইন্টস। ১৯৬৮ সালে অশ্বিন দানি এই সংস্থায় আসেন। তাঁর ছেলে মালব দানি তাঁর সংস্থায় রয়েছেন। মালব রয়েছেন সংস্থার বোর্ডে। ১৯৬৮ সাল থেকে তিনি এশিয়ান পেইন্টসের সঙ্গে পথ চলা শুরু করেছিলেন। সংস্থার সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে পথ চলা শুরু করেছিলেন অশ্বিন দানি। পরে ধাপে ধাপে হয় তাঁর উত্থান। পরবর্তীতে তিনি সংস্থাকে নেতৃত্ব দেওয়ার পর্যায়ে উন্নীত হন। দেশের সবচেয়ে বড় পেইন্টস নির্মাতা সংস্থা হিসাবে এশিয়ান পেইন্টসকে গড়ে তোলার সফরে অশ্বিন দানির অবদান অনস্বীকার্য। উল্লেখ্য, এশিয়ান পেইন্টস গোষ্ঠীর টার্নওভার ২১,৭০০ কোটি টাকা। ফোর্বসের তথ্য অনুযায়ী অশ্বিন দানির সম্পত্তির পরিমাণ ৭.৭ বিলিয়ন মার্কিন ডলার।
( ISRO On Gaganyan Update: চন্দ্রযানের সাফল্যের পরেই গগনযান নিয়ে আপডেট ইসরোর, পরের বছরই যাত্রা শুরু!)
(MS Swaminathan: দেশের ‘সবুজ বিপ্লবের জনক’ এম এস স্বামীনাথনের জীবনাবসান, বয়স হয়েছিল ৯৮)
উল্লেখ্য, স্ত্রী ইনা দানি ও তিন সন্তানকে নিয়ে তাঁর ব্যক্তিগত জীবন সফর পথ হেঁটেছে। আজ তিনি না ফেরার দেশে। স্বভাবতই শোকে কাতর পরিবার। শোকাচ্ছন্ন গুণমুগ্ধরা। সদ্য গিয়েছে তাঁর জন্মদিন। তারপর অশ্বিন দানির এই মৃত্যু সংবাদ ঘিরে শোকের ছায়া বাণিজ্য মহলে। ১৯৪৪ সালের ২৬ সেপ্টেম্বর মুম্বইতে জন্ম অশ্বিন দানির। মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে রসায়নে বিএসসি তাঁর। পরবর্তীতে আমেরিকায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাঁর মাস্টার্স ডিগ্রি। এরপর দেশে ফেরা ও সাফল্যের সিঁড়িতে পর পর পদক্ষেপ।