প্রিয়াঙ্কা গান্ধীর 'প্রচারে ভয় পেয়েছে', তাই নিবার্চন কমিশনকে ব্যবহার করছে বিজেপি। বুধবার এই অভিযোগ তুললেন কংগ্রেস নেতা কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর।
একটি নির্বাচনী সামাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে সম্পর্কে 'অযাচাইকৃত এবং মিথ্যা বিবৃতি' দেওয়া অভিযোগে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে নোটিশ পাঠিয়েছে কমিশন। তারই প্রেক্ষিতে এই মন্তব্য কংগ্রেস সাংসদের।
সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন,'বিজেপি প্রিয়াঙ্কা গান্ধীর প্রচারে চাপের মুখে পড়েছে। তাই তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। নির্বাচন কমিশনকে সুষ্ঠ ও নিরপেক্ষ হওয়া উচিত। কংগ্রেস যে অভিযোগ তুলেছে সেগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। কিন্তু তারা সেই অভিযোগগুলি কানে তুলছে না। '
বিজেপি নেতা হরদীপ সিং পুরি, অনিল বালুনি এবং ওম পাঠকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন কংগ্রেসর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিজেপি নেতাদের মতে, প্রিয়াঙ্কা গান্ধী 'ভিত্তিহীন এবং মিথ্যা' দাবি করেছেন যে নরেন্দ্র মোদী সরকার সরকারি সংস্থার বেসরকারিকরণ করেছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদককে দেওয়া চিঠিতে নিবার্চন কমিশন লিখেছে, 'অভিযোগ করা হয়েছে যে মধ্যপ্রদেশের সানওয়ার বিধানসভা কেন্দ্রে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময়, আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে অপ্রমাণিত এবং মিথ্যা বিবৃতি দিয়েছেন যা জনসাধারণের বিভ্রান্ত হাওয়ার এবং প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হবার সম্ভাবনা রয়েছে।'
মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী সরকারি সংস্থাগুলিকে বেসরকারি হাতে তুলে দিয়েছেন, যাঁদের তিনি তাঁর শিল্পপতি বন্ধু বলে ডাকেন। কংগ্রেস নেত্রী বলেন,'মোদীজি, যে ভেল থেকে আমরা কর্মসংস্থান করতাম এবং দেশ এগিয়ে যাচ্ছিল, তা দিয়ে আপনি কী করলেন? কাকে দিলেন? কেন আপনি আপনার শিল্পপতি বন্ধুদের এটা দিলেন?'
কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুরের মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, 'জনগণের প্রশ্ন এড়াতে কংগ্রেসের প্রবীণ নেতা এই মন্তব্য করেছেন।'