প্রখ্যাত লেখক, কূটনীতিক ও কংগ্রেস সাংসদ শশী থারুর পেলেন ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান। কংগ্রেস সাংসদকে ‘নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার’-এ ভূষিত করেছে সে দেশের সরকার। মঙ্গলবার ফরাসি দূতাবাসে একটি অনুষ্ঠানে ফরাসি সিনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চার ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মানে শশী থারুরকে সম্মানিত করেছে। উল্লেখ্য, ফরাসি সরকার ২০২২ সালের অগস্টে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থারুরের জন্য এই পুরস্কার ঘোষণা করেছিল। তবে মঙ্গলবার তাঁকে এই সম্মান প্রদান করা হয়।
আরও পড়ুন: মোদীকে খোঁচা দিতে কবিতা শোনালেন শশী থারুর, ভিডিয়োটা মিস করবেন না
ফরাসি দূতাবাস একটি বিবৃতি জারি করে জানিয়েছে, সর্বোচ্চ ফরাসি পুরস্কার ভারত-ফ্রান্স সম্পর্ককে আরও মজবুত করার জন্য ডঃ শশী থারুরের অক্লান্ত প্রচেষ্টা, আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার প্রতি তাঁর প্রতিশ্রুতি এবং ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধু হিসাবে স্বীকৃতি দেয়।ফরাসি সিনেটের স্পিকার লার্চার বলেন, ‘শশী থারুর ফ্রান্সের সত্যিকারের বন্ধু।’ সম্মান গ্রহণ করে, শশী থারুর বলেন, ‘এই সম্মানে সম্মানিত হতে পারে আমি অত্যন্ত গর্বিত৷’ তিনি বলেছেন, একজন ব্যক্তি হিসেবে তিনি ফ্রান্স, সেদেশের জনগণ, তাদের ভাষা এবং তাদের সংস্কৃতি, বিশেষ করে তাদের সাহিত্য এবং চলচ্চিত্রের প্রশংসা করেন। ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হতে পেরে তিনি কৃতজ্ঞ। কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, জাতিসংঘে কর্মজীবনে তিনি ব্যক্তিগতভাবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পরিচিত হওয়ার এবং ফ্রান্সের তিন রাষ্ট্রপতি এবং বেশ কয়েকজন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সৌভাগ্য অর্জন পেয়েছিলেন।
শশী থারুরকে সম্মান জানিয়ে ফরাসি সিনেটের স্পিকার জেরার্ড লার্চার শশী থারুরের প্রতিভা ও ব্যক্তিত্বের প্রশংসা করেন। তাঁর মতে, শশী থারুর জাতিসংঘে একজন কূটনীতিক বা ভারতের একজন রাজনীতিবিদ বা একজন লেখক হিসাবে, তিনি চমৎকার কাজ করেছেন। তিনি বলেন, ডঃ থারুর ফ্রান্সের একজন সত্যিকারের বন্ধু এবং তিনি ফরাসি সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণার সঙ্গে একজন ফরাসি ভাষাভাষীও বটে।