ম্যাঙ্গালুরুর বেজাই নিউ রোডের একটি অ্যাপার্টমেন্ট। সেখানেই সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকা তোলার অনুষ্ঠান। সেখানেই জাতীয় পতাকা উত্তোলন করেন ৮০ বছর বয়সি এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তবে জাতীয় পতাকা তোলার কিছুক্ষণ পরেই মৃত্য়ুর কোলে ঢলে পড়েন ওই ব্যক্তি। মৃত ব্যক্তির নাম আব্দুল সামাদ। ওই অ্য়াপার্টমেন্টেই তিনি থাকতেন।
সূত্রের খবর, অ্যাপার্টমেন্টে যে অ্য়াসোসিয়েশন রয়েছে তাদের উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকাল ৭টা নাগাদ তিনি জাতীয় পতাকা তোলেন। এরপর সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন। এরপর তিনি বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরেই তিনি অসুস্থতা বোধ করেন। এরপর মৃত্যু হয় তাঁর। পরে তাঁর দেহ উদুপিতে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সূত্রের খবর, ওই জাতীয় পতাকা তোলার অনুষ্ঠানে অনেকেই জড়ো হয়েছিলেন। সেখানে কিছুটা বক্তব্যও রাখেন ওই অবসরপ্রাপ্ত ব্যক্তি। জাতীয় পতাকাও তুলেছিলেন। এরপর তিনি ধীরে ধীরে বাড়ি ফিরে আসেন। এরপর বাড়ি ফিরে এসে তিনি অসুস্থতা বোধ করতে থাকেন। এরপর তিনি বাড়িতেই লুটিয়ে পড়েন। সেখানেই মৃত্যু হয় তার। এই ঘটনায় ওই অ্য়াপার্টমেন্টে শোকের ছায়া নেমে আসে।