বাংলার পাশাপাশি অসমেও দুর্গাপুজোর জাঁকজমক কম কিছু নয়। এবার অসমের গুয়াহাটিতে একটি দুর্গাপুজো মণ্ডপে ৬০ ফুট উঁচু দুর্গা ঠাকুর হচ্ছে। বিগতদিনে কলকাতাতেও এই ধরনের একটা প্রচলন ছিল। বিশ্বের সবথেকে বড় দুর্গা বলে ডাকা হত এই প্রতিমাকে। কে কত বড় প্রতিমা করতে পারে তারই প্রতিযোগিতা। তবে এবার অসমে তৈরি হচ্ছে বিরাট দুর্গা।
অসমের কোকরাঝাড় জেলার প্রতিমাশিল্পীরা এই প্রতিমা তৈরির উদ্যোগ নিচ্ছেন। রাত দিন এক করে তাঁরা কাজ করে যাচ্ছেন। অন্তত ১৫জন প্রতিমাশিল্পী এই অপূর্ব শিল্পকর্ম করছেন। গত আড়াই মাস ধরে এই কাজ হচ্ছে।
টাইমস অফ ইন্ডিয়া কথা বলেছে প্রতিমাশিল্পী নারায়ণ চন্দ্র পালের সঙ্গে। ১৫জন শিল্পীকে নিয়ে তিনি কাজ করছেন। এমনকী শুধু অসম নয়, বাংলা থেকেও শিল্পীরা এখানে এসেছেন। গত ২০ বছর ধরে তাঁরা প্রতিমাশিল্পের সঙ্গে যুক্ত। তাঁদের হাতের ছোঁয়াতেই ধীরে ধীরে রূপ পাচ্ছে এই বিশাল প্রতিমা। অপূর্ব দেখতে সেই প্রতিমা। সেটাই তৈরি হচ্ছে অসমের গুয়াহাটিতে।
এদিকে মাঝে প্রবল বৃষ্টির জেরে প্রতিমা তৈরির কাজে কিছুটা বাধা এসেছিল। তবে রোদ বের হতেই ফের কাজ। তবে সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে একেবারে বদ্ধপরিকর শিল্পীরা।
প্রতিমাশিল্পী জানিয়েছেন, বাঁশ দিয়ে কাঠামো তৈরি করা হয়েছিল। এরপর পাট ও সাদা সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে এই প্রতিমা। ১৯ অক্টোবর এই প্রতিমার আবরণ উন্মোচন হবে। তার আগে এখন শেষ মুহূর্তের কাজ হচ্ছে। তিনি জানিয়েছেন, এই এই মণ্ডপে আগেও প্রতিমা তৈরি করেছি। সেই সময় মানুষের বিপুল সাড়া পেয়েছিলাম। আশা করছি এবারও তাঁরা এই প্রতিমাকে ভালোবাসবেন।
তবে এই প্রতিমা আবার নড়বে চড়বে। মানে দুর্গার বাহন সিংহ এখানে নড়বে। মা দুর্গার হাতও নড়বে চড়বে। সেই হাতে থাকা ত্রিশূলই বধ করবে মহিষাসুরকে। লাইট অ্যান্ড সাউন্ডের কাজও থাকছে। সব মিলিয়ে এই মণ্ডপের প্রতিমা দেখার জন্য একেবারে মুখিয়ে আছে অসম।