বাংলা নিউজ > ঘরে বাইরে > Shares with bumper return: চিনির কোম্পানির শেয়ারে দারুণ রিটার্ন! ১ লাখ টাকা বেড়ে হল ৫৪ লাখ

Shares with bumper return: চিনির কোম্পানির শেয়ারে দারুণ রিটার্ন! ১ লাখ টাকা বেড়ে হল ৫৪ লাখ

কোভিড-পরবর্তী স্টক মার্কেট রিবাউন্ডে চাঙ্গা হয়ে গিয়েছে এই শেয়ার। দ্বারিকেশ সুগার গত এক দশকে প্রায় ১.৭০ টাকা থেকে বেড়ে ৯২ টাকার স্তরে পৌঁছে গিয়েছে। এই সময়ের মধ্যে এটি শেয়ারহোল্ডারদের কাছে ৫,৩০০ শতাংশেরও বেশি রিটার্ন প্রদান দিয়েছে।