আয়ুষ্মান ভারতের অধীনে সকলের ডিজিটাল স্বাস্থ্য ডেটা... more
আয়ুষ্মান ভারতের অধীনে সকলের ডিজিটাল স্বাস্থ্য ডেটা এবং রেকর্ড সংরক্ষিত থাকবে। এর সঙ্গে CGHS যুক্ত হলে দ্রুত চিকিত্সা পরিষেবার সুনিশ্চিত করা যাবে। এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস
1/6সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের(CGHS) সঙ্গে জুড়ে যাবে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন(ABDM)। এমনটাই জানালেন এক সরকারি আধিকারিক। আপাতত তারই কার্যক্রম চালাচ্ছে ন্যাশনাল হেলথ অথরিটি(NHA)। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (MINT_PRINT)
2/6এর পিছনে উদ্দেশ্য কী? এর মাধ্যমে CGHS সুবিধাভোগীদের ডিজিটাল স্বাস্থ্য ডেটা এবং রেকর্ড সংরক্ষিত থাকবে।ফলে দ্রুত চিকিত্সা পরিষেবার সুনিশ্চিত করা যাবে। এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (MINT_PRINT)
3/6এখনও পর্যন্ত প্রায় ১০ কোটি ব্যক্তির স্বাস্থ্য রেকর্ড ABDM-এর সঙ্গে যুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের উদ্দেশে ১৯৫৪ সালে CGHS শুরু হয়েছিল। বর্তমানে ৭৫টি শহরে ৪১ লক্ষেরও বেশি সুবিধাভোগী। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (MINT_PRINT)
4/6আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট (ABHA) একটি ১৪ সংখ্যার নম্বর। এর মাধ্যমে ভারতীয়দের মেডিকেল রেকর্ড একটি ডেটাবেসের আকারে ডিজিটালি সংরক্ষিত থাকবে। ফলে চিকিত্সাকেন্দ্রে এই নম্বরের মাধ্যমে কোনও রোগীর যাবতীয় চিকিত্সার ইতিহাস পেয়ে যাবেন স্বাস্থ্য কর্মীরা। বিভিন্ন সুবিধা প্রদানেও সহায়তা হবে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (MINT_PRINT)
5/6সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের বেসিক বেতন স্তর অনুসারে CGHS-এ তালিকাভুক্ত হাসপাতালে ওয়ার্ড বরাদ্দ করা হয়। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)
6/6স্বাস্থ্য মন্ত্রকের ২০১৩ সালের নির্দেশিকা অনুযায়ী, এই তালিকাভুক্ত হাসপাতালে সুবিধাভোগী বা তাঁর পরিজনদের বাইরে থেকে আলাদাভাবে ওষুধ, চিকিত্সা সরঞ্জাম বা আনুষাঙ্গিক কিনতে বলা যাবে না। CGHS দ্বারা নির্ধারিত প্যাকেজের হারের মধ্যে যে যে চিকিত্সা প্রাপ্য, তার পুরোটাই বিনামূল্যে সরবরাহ করা হবে। এর মধ্যেই সমস্ত দাম ধরা হবে। ফাইল ছবি: পিক্সাবে (MINT_PRINT)