বিশ্বখ্যাত কোম্পানি ইনফোসিসের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রশাসন ৭৭ মার্কিন ডলার জরিমানা করেছেন এই সংস্থাটিকে। ইনফোসিস এই মাসের শুরুর দিকে ‘ফ্লোরিডা ডিপার্টমেন্ট অফ রেভিনিউ’ থেকে ট্যাক্স পরিশোধের ঘাটতির জন্য একটি নোটিশ পায়। কোম্পানিটি বুধবার এই কথা জানিয়েছে। জরিমানার বিষয়টি নিয়ে কোম্পানি পদক্ষেপ নিচ্ছে বলে জানা গিয়েছে।
ফ্লোরিডার ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ৭৬.৯২ মার্কিন ডিলার জরিমানা করেছে ইনফোসিস কোম্পানিকে। তবে এই জরিমানার ঘটনাটি কোম্পানির প্রতিদিনের কাজকর্ম কিংবা আর্থিক ক্ষেত্রে কোনও প্রভাব ফেলেনি বলে ইনফোসিসের দাবি। রেগুলেটরি ফাইলিংয়ের ক্ষেত্রে ইনফোসিস জানায়, 'কর্তৃপক্ষ ভুল করে উচ্চ হারের ট্যাক্স প্রয়োগ করেছিল।' ইনফোসিস-এর আমেরিকার অফিসটিতে গত ১৮ অগস্ট ট্যাক্স জরিমানা সংক্রান্ত চিঠি আসে এরপরই কোম্পানিটি এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ এর জন্য কাজ করতে শুরু করে দেয়।
এই ঘটনার পর ইনফোসিসের শেয়ার ঠিক কোথায় দাঁড়িয়ে? কেমন প্রভাবই বা পড়ল এই ঘটনার পরে? দেখা গিয়েছে তেমন কোনও প্রভাব পড়েনি। ইনফোসিস এই মাসের শুরুতে ঘোষণা করেছে, তারা লিবার্টি গ্লোবালের অত্যাধুনিক ডিজিটাল বিনোদন এবং সংযোগ প্লাটফর্মগুলির বিকাশের ক্ষেত্রে সহায়ককারী ভূমিকা নেবে। প্রসঙ্গত, লিবার্টি গ্লোবাল একটি কনভার্জ ভিডিও, ব্রডব্যান্ড ও সংযোগ স্থাপনকারী সংস্থা।
উল্লেখ্য যে, গ্লোবাল ৫০০-এর ২০২৩ সালের রিপোর্টে ব্র্যান্ড ফাইন্যান্স প্রকাশ করে, ইনফোসিস কোম্পানিটি পরপর দুই বছর ধরে বিশ্বের শীর্ষস্থানীয় তিনটি মূল্যবান আইটি পরিষেবা সংস্থার মধ্যে অবস্থান করছে। ব্র্যান্ড ফাইন্যান্স হল একটি ব্র্যান্ড ভ্যালুয়েশন ফার্ম, যা সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ডগুলির ওপর বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে ।
কিছু মাস আগেই ব্র্যান্ড ফাইন্যান্স-এর সিইও এবং চেয়ারম্যান ডেভিড হাই সম্প্রতি মন্তব্য করেছিলেন, ‘ইনফোসিস সাফল্যের চার দশক পা দিয়েছে। এই বছরগুলিতে তারা একটি শ্রেষ্ঠ ব্র্যান্ড তৈরি করেছে যা বিভিন্ন মাপকাঠির বিচারে ইনফোসিসকে শীর্ষস্থানে নিয়ে গেছে।’ যোগ্য নেতৃত্বের কথাও তুলে ধরেন ডেভিড।