প্রতিরক্ষাক্ষেত্রে আত্মনির্ভর ভারত। আর সেই তত্ত্বকে কার্যকরী ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে সরকার। সামরিক ব্যবস্থাকে কার্যত দেশীয় রূপ দেওয়ার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এবার উত্তম রাডারের সঙ্গে যুক্ত হচ্ছে মেড ইন ইন্ডিয়া লাইট কমব্যাট এয়ারক্রাফটের সঙ্গে যুক্ত হচ্ছে উত্তম রাডার আর অঙ্গদ ইলেকট্রনিক ঢাল। আগে যে ধরনের আমদানি করা সিস্টেম বসানো হত সেই জায়গায় এবার নয়া দেশীয় উদ্যোগ।
উত্তম আর অঙ্গদ দুটি ব্যবস্থাই ভারতীয় পদ্ধতিতে তৈরি। এবার এগুলি LCA Mark-1A যুদ্ধ বিমানের সঙ্গে তা যুক্ত হবে। সংবাদ সংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন এক আধিকারিক।
ইতিমধ্য়েই ভারতীয় বায়ুসেনা ৮৩টি হালকা ওজনের কমব্যাট বিমানের বরাত দিয়েছে। নাম LCA Mark 1A Fighter Jet। আগামী দিনে ৯৭টি এই ধরনের যুদ্ধবিমানের বরাত দেওয়া হবে বলে খবর।
এই নয়া ব্যবস্থার মাধ্য়মে দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে দেশ। বিদেশ থেকে আমদানি করা সরঞ্জামকে সরিয়ে রেখে এবার শুধুই দেশীয় প্রযুক্তিতে তৈরি সরঞ্জাম যুক্ত করা হচ্ছে।
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফে এই প্রকল্পকে লাগু করা হচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে দেশীর প্রযুক্তি আরও বেশি করে লাগু করা হবে প্রতিরক্ষা সিস্টেমের সঙ্গে। এর মাধ্যমে কর্মসংস্থানের নয়া দিশা দেখা যাবে বলে খবর। সূত্রের খবর, উত্তম রাডার ব্যবস্থা একাধিক ক্ষেত্রে বেশি প্রতিশ্রুতিপূর্ণ ফলাফল দেখাচ্ছে। এতে আত্মনির্ভরতার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারে ভারত।