প্রকাশিত হল ঝাড়খণ্ডের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট। ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিলের তরফে ইতিহাসে প্রথমবার একইসঙ্গে সায়েন্স (বিজ্ঞান বিভাগ), কমার্স (বাণিজ্য বিভাগ) এবং আর্টস (কলা বিভাগ) বিভাগের ফলাফল ঘোষণা করা হল। সার্বিকভাবে এবার উচ্চমাধ্যমিকের পাশের হার প্রায় তিন শতাংশ কমেছে। সায়েন্স এবং আর্টসে কমেছে পাশের হার। সায়েন্সে তো পাশের হার প্রায় একলপ্তে নয় শতাংশ কমে গিয়েছে। একমাত্র কমার্সে বেড়েছে পাশের হার।
ঝাড়খণ্ডের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্টের আপডেট
— আর্টসে প্রথম স্থান অধিকার করেছেন জিনত পারভিন।
— কমার্সের টপার: প্রথম হয়েছেন প্রতিভা শাহ, প্রাপ্ত নম্বর ৯৪.৮ শতাংশ। দ্বিতীয় হয়েছেন রিয়া কুমারি। প্রাপ্ত নম্বর ৯৪.৪ শতাংশ। তৃতীয় হয়েছেন সৃষ্টি কুমারি। প্রাপ্ত নম্বর ৯৪ শতাংশ। তিনজনই রাঁচির উর্সুলাইন কনভেন্টের পড়ুয়া।
— সায়েন্সের টপার: প্রথম হয়েছেন স্নেহা (উর্সুলাইন কনভেন্ট, রাঁচি), পেয়েছেন ৯৮.০২ শতাংশ নম্বর। দ্বিতীয় হয়েছেন হাজারিবাগের ইন্টার-সায়েন্স কলেজের রীতিকা কুমারি। তিনি পেয়েছেন ৯৬.৪ শতাংশ নম্বর। তৃতীয় স্থানে আছেন বৈজনাথ জলন কলেজের পঙ্কজ সাহু। তিনি পেয়েছেন ৯৬ শতাংশ নম্বর।
— এবার ঝাড়খণ্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ছাত্রদের পাশের হার ৮৪.২৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৬.৭৮ শতাংশ।
— ২০২৪ সালে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় সার্বিকভাবে প্রথম ডিভিশন পেয়েছেন ৪০.৭৮ শতাংশ পড়ুয়া।
— ২০২৪ সালে ঝাড়খণ্ডের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় সার্বিকভাবে পাশের হার হল ৮৫.৮৮ শতাংশ। যা গতবারের থেকে প্রায় তিন শতাংশ কম। গতবার পাশের হার ছিল ৮৮.৬৭ শতাংশ।
— ২০২৪ সালে এবার আর্টসে পাশের হার হল ৯৩.১৬ শতাংশ। এবার কলা বিভাগে পাশের হার কিছুটা কমেছে। গতবার পাশের হার ছিল ৯৫.৯৭ শতাংশ।
— ২০২৪ সালে কমার্স বিভাগে পাশের হার হল ৯০.৬ শতাংশ। এবার পাশের হার বেড়েছে। গতবার পাশের হার ছিল ৮৮.৬ শতাংশ।
— এবার সায়েন্সে পাশের হার ছিল ৭২.৭ শতাংশ। অর্থাৎ একলপ্তে প্রায় নয় শতাংশ পাশের হার কম সায়েন্স বিভাগে। গতবার পাশের হার ছিল ৮১.৪৫ শতাংশ।
— প্রকাশিত হল ঝাড়খণ্ডের উচ্চমাধ্যমিকের ফলাফল। সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট পরে ফলপ্রকাশ করা হল।
— ঝাড়খণ্ডের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্টের মধ্যেই আজ প্রকাশিত হয়ে গেল তেলাঙ্গানার দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। এবার পাশের হার হল ৯১.৩১ শতাংশ। মোট ৪,৯৪,২০৭ জন পরীক্ষা দিয়েছিল। পাশ করেছে ৪,৫১,২৭২ জন।
— ২০২৪ সালে মোট ৩,৪৪,৮২২ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিকের নাম জন্য নথিভুক্ত করেছিলেন। সবথেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী ছিলেন আর্টস বিভাগে - ২,২৪,৫০২। ইন্টারমিডিয়েট সায়েন্সে ৯৪,৪৩৩ জন পরীক্ষার্থী ছিলেন। আর কমার্সে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫,৯০৭।
— ২০২৩ সালে আর্টসে ৪৪.৭৫ শতাংশ পড়ুয়া ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হয়েছিলেন। সেকেন্ড ডিভিশনে উত্তীর্ণ হয়েছিলেন ৫২.১২ শতাংশ। তৃতীয় ডিভিশনে উত্তীর্ণ হয়েছিলেন ৩.১৩ শতাংশ পড়ুয়া।
— ২০২৩ সালে বিজ্ঞান বিভাগে পাশের হার ছিল ৮১.৪৫ শতাংশ। বাণিজ্য বিভাগে পাশের হার ৮৮.৬ শতাংশে ঠেকেছিল। সর্বাধিক ৯৫.৯৭ শতাংশ পড়ুয়া পাশ করেছিলেন আর্টস বিভাগে।
কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখা যাবে?
১) jacresults.com
২) jac.jharkhand.gov.in
৩) jharresults.nic.in