এক ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর প্রদেশের বান্দা জেলায়। সেখানে এক জামা কাপড়ের দোকানে একটি পোশাক বদল করার সময় ৫০ টাকা নিয়ে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বাঁধে। শেষে বচসার জেরে দোকানদারের আঙুল কামড়ে দেন ব্যক্তি। এমনই অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
গোটা ঘটনার সূত্রপাত একটি ফ্রক কেনা নিয়ে। অভিযোগ, আগের দিন ওই দোকান থেকে ব্যক্তি ফ্রকটি কিনে নিয়ে গিয়েছিলেন। আর তার পরদিন তিনি এসে ফ্রকটি দোকানে বদল করতে চান। তখনই বচসার সময় দোকানদারের আঙুল কামড়ে দেন ব্যক্তি, এমনই অভিযোগ, দোকানদার শিবচন্দ্র কারওয়ারিয়ার। তিনি বলছেন, ওই ফ্রক কিনে নিয়ে যাওয়ার পর পরের দিন ব্যক্তি দোকানে এসে বলেন, যার জন্য ফ্রকটি কিনেছেন, তার গায়ে জামা ছোট হচ্ছে। ফলে এক সাইজ বড় ফ্রক দিতে বলেন দোকানদারকে। দোকানদার তখন বলেন, এক সাইজ বড় জামা কিনতে হলে ৫০ টাকা বেশি দিতে হবে।
এরপরই ৫০ টাকা বেশি দেওয়া নিয়ে তুমুল বচসা শুরু হয় দুই জনের মধ্যে। ঝগড়া ধীরে ধীরে চরমে ওঠে। শেষে পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকে। কারণ ততক্ষণে বাড়তি ৫০ টাকা ওই দোকানদারকে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন ব্যক্তি। দোকানদার শিবচন্দ্র কারওয়ারিয়াও ছাড়েননি তাঁর জমি। এরপর শুরু হয় বচসা। শেষে ব্যক্তির রাগ এতটাই চরমে পৌঁছে যায়, যে তিনি দোকানদারের আঙুল কামড়ে দেন। এখানেই শেষ নয়। দোকানদারের ছেলেকেও কামড়ে দেন ব্যক্তি। এমনই অভিযোগ। জানা গিয়েছে শিবচন্দ্র কানওয়ারিয়ার বাম হাতের আঙুল তিনি কামড়ে দেন।
(বাড়ির অমতে বিয়ে! দুই পরিবারের খণ্ডযুদ্ধে মৃত ১, নতুন বর সহ আটক ৪ )
ব্যক্তির রাগ একটাই চরমে ছিল যে, দোকান থেকে তিনি সমস্ত কিছু জামাকাপড় বাইরে ফেলতে থাকেন। তারপরই তিনি সেখান থেকে পালিয়ে যান। এরপর ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন দোকানদার। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছে কেস।