যে কোনও সামগ্রীতে MRP লেখা থাকে। যে শব্দবন্ধের অর্থ হল, ‘ম্যাক্সিমাম রিটেল প্রাইস’। অর্থাৎ ওই দামের বেশি দরে সংশ্লিষ্ট সামগ্রী বিক্রি করা যাবে না। কিন্তু ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-র মধ্যে ঠিক উলটো কথা বললেন রাহুল গান্ধী। MRP শব্দটা একবার উচ্চারণ না করলেও তিনি বললেন যে প্রতিটি সামগ্রীর উপর ‘মিনিমাম রিটেল প্রাইস’ লেখা থাকে। আর তাতেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছেন। তাঁদের বক্তব্য, MRP বলতে ‘মিনিমাম রিটেল প্রাইস’ বুঝিয়েছেন রাহুল। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে তুমুল ট্রোল করেছেন নেটিজেনরা।
এক নেটিজেন কটাক্ষ করে বলেন, ‘একমাত্র রাহুল গান্ধীজিই MRP এবং MSP (ন্যূনতম সহায়ক মূল্য) নিয়ে নিজে নিজেকেই বিভ্রান্ত করে তুলতে পারেন।’ অপর এক নেটিজেন আবার বলেন, ‘রাহুল গান্ধী বললেন যে জলের বোতলে ’
রাহুলের যে মন্তব্য নিয়ে তাঁরা এত ট্রোল করেছেন, তা ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-র ফাঁকে বলেন ওয়াইনাডের কংগ্রেস সাংসদ। আন্দোলনরত কৃষকদের সমর্থনে ভাষণ দেওয়ার সময় রাহুল বলেন, ‘কৃষকরা বলছেন যে আনাজ ও ধানের জন্য আমাদের ন্যূনতম দাম দিতে হবে। যেমন - আপনারা যখন চিপস কেনেন, তখন সেটায় দাম লেখা থাকে তো। আপনারা নিশ্চয়ই দেখেছেন। আপনারা যখন ক্যামেরা কেনেন, তখন সেটার পিছনে দাম লেখা থাকে, সেটার থেকে কম দামে (ওই সামগ্রী) বিক্রি করতে পারবেন না। জলের বোতলে থাকে।’
রাহুল আরও বলেন, ‘কৃষকরা বলছেন, সব জিনিসপত্রেই লেখা থাকে যে ওই দামের থেকে কম দরে সেটা বিক্রি করতে পারবেন না। আমাদেরও সেই সুযোগটা দিন। আমাদের জন্যও এমন দাম নির্ধারণ করে দিন যে এর থেকে কম দামে জিনিস বিক্রি করা হবে না। নরেন্দ্র মোদী বলছেন যে দেব না, আমরা তোমায় দেব না।’
নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ শানিয়ে রাহুল বলেন, ‘এখানে কি ভুল আছে ওঁদের (কৃষকদের)? তাঁরা তো ২৪ ঘণ্টা পরিশ্রম করছেন। রক্ত-ঘাম ঝরিয়ে যাচ্ছেন। একদিক থেকে তপস্যা করছেন। দেশের জন্য তপস্যা করছেন। কিন্তু আপনি তাঁদের বলছেন যে যিনি চিপস তৈরি করছেন, তাঁকে সঠিক দাম দেবেন। যিনি কোকাকোলা বিক্রি করছেন, তাঁকে সঠিক দাম দেবেন বলছেন। যিনি ফোন বিক্রি করছেন, তাঁকে সঠিক দাম দেবেন বলছেন।’