বাংলা নিউজ > ঘরে বাইরে > Opposition on President's Speech: পুরো মোদীর বিজ্ঞাপন! রাজনৈতিক ভাষণ…রাষ্ট্রপতির বক্তব্যের তীব্র সমালোচনায় বিরোধীরা

Opposition on President's Speech: পুরো মোদীর বিজ্ঞাপন! রাজনৈতিক ভাষণ…রাষ্ট্রপতির বক্তব্যের তীব্র সমালোচনায় বিরোধীরা

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (ছবি সৌজন্যে পিটিআই)

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, রাষ্ট্রপতির বক্তব্য কেবলমাত্র প্রধানমন্ত্রী মোদী ও তার সরকারের প্রচারমূলক। তাঁকে যেটা বলতে নির্দেশ দেওয়া হয়েছিল সেটাই তিনি ১ ঘণ্টা ২০ মিনিটের বক্তব্যে বলেছেন। এটা পুরো প্রচার। প্রধানমন্ত্রীর বিজ্ঞাপন। রাজনৈতিক বক্তব্য।

সংসদের শেষ যৌথ অধিবেশনে বক্তব্য় রেখেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লোকসভা ভোটের আগে এটা ছিল শেষ যৌথ অধিবেশন। আর সেখানে রাষ্ট্রপতির বক্তব্যের পরেই তীব্র সমালোচনায় সরব হলেন বিরোধী নেতৃত্ব। তাদের দাবি, এটা তো পুরো প্রচার হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজ্ঞাপন। 

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, রাষ্ট্রপতির বক্তব্য কেবলমাত্র প্রধানমন্ত্রী মোদী ও তার সরকারের প্রচারমূলক। তাঁকে যেটা বলতে নির্দেশ দেওয়া হয়েছিল সেটাই তিনি ১ ঘণ্টা ২০ মিনিটের বক্তব্যে বলেছেন। এটা পুরো প্রচার। প্রধানমন্ত্রীর বিজ্ঞাপন। রাজনৈতিক বক্তব্য। বক্তব্যের কোনও দিশা নেই। কর্মসংস্থান নিয়ে কোনও বক্তব্য নেই। এটা হল গরিবদের ফাঁদে ফেলার একটা নথি।

কংগ্রেস সাংসদ শশী থারুর জানিয়েছেন, একটা নির্বাচনী ভাষণ তারা রাষ্ট্রপতিকে পড়তে দিয়েছিলেন। তারা যেটা এখনও করতে পারেননি তানিয়ে কিছু নেই। একদিকে তারা বলছেন দারিদ্রতা মুক্ত করেছেন। আবার বলছেন ৮১ কোটি মানুষকে খাবার দিয়েছেন। এটা একপক্ষের ভাষণ। আমার মনে হয় মানুষের এসব নিয়ে এবার ভাবা দরকার। তারপর তাদের ভোট দিতে যাওয়া দরকার। 

কংগ্রেস এমপি গৌরব গগৈ জানিয়েছেন, মনে হচ্ছে সরকার কিছু লুকোতে চাইছে। যেভাবে চন্ডীগড়ে মেয়র ভোটকে তছনছ করে দেওয়া হল সেভাবেই অর্থনৈতিক ও সামাজিক ইস্যুকে ভেঙে দেওয়া হচ্ছে। আমার ধারণা যেভাবে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠরা এতদিন বিভিন্ন ক্ষেত্রে লাভবান হয়েছেন সেভাবেই এবার তারা বাজেটেও লাভবান হবেন। 

বহুজন সমাজ পার্টির দানিশ আলি জানিয়েছেন,  সরকার বলছে কর্মসংস্থান হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বেকার যুবকরা রাস্তায় রয়েছেন। কিন্তু পুঁজিপতিদের লাভ হচ্ছে। 

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনি বলেন, মোদী সরকার যেভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করেছে, তার পরে বিরোধী দলগুলির এখন আর কোনও ইস্যু উত্থাপন করার বাকি নেই।

বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন সংসদ ভবনে দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন। অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং নরেন্দ্র মোদী সরকারের ১০ বছরের সাফল্যের কথা তুলে ধরেন।

নতুন সংসদ ভবনে তাঁর প্রথম ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শতাব্দী প্রাচীন আকাঙ্ক্ষা এখন বাস্তবে পরিণত হয়েছে এবং ৩৭০ ধারা বাতিল নিয়ে আশঙ্কা এখন অতীতের বিষয়।

তিনি বলেন, বহু শতাব্দী ধরে মানুষ রাম মন্দির নির্মাণের ব্যাপারে আশাবাদী ছিলেন এবং এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে। মানুষও চেয়েছিল জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ হোক। এখন ৩৭০ ধারাও ইতিহাস।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে নরেন্দ্র-মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের সাফল্যেরও প্রশংসা করেন।

তিনি বলেন, 'গত বছরটা ভারতের জন্য অনেক সাফল্যে ভরপুর ছিল। অনেক সাফল্য ছিল - ভারত দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতিতে পরিণত হয়েছিল। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছল ভারত। ভারত আয়োজিত সফল জি ২০ শীর্ষ সম্মেলন বিশ্বের দরবারে ভারতের ভূমিকাকে আরও শক্তিশালী করেছে। এশিয়ান গেমসে ১০০-র বেশি পদক জিতেছে ভারত।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে 'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের রাবণ দহনে 'সিংঘম' অজয়, দশেরায় সিংঘম এগেইন প্রচারে নয়া দিল্লিতে করিনা-রোহিতরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.