আজ, মঙ্গলবার বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী বৈঠকে মহাজোটের নামও ঠিক হয়ে গেল। সুতরাং আগামী লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিরুদ্ধে লড়াই করবে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)। কিন্তু এই বৈঠক ভাল হলেও একটা মৃদু আপত্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের। সেটা বৈঠকে সবাইকে জানানো হয়েছে। তখন বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করেন সবাই। তারপর একটা বিষয় পরিবর্তন হলেও অন্য বিষয়টি রয়ে গিয়েছে। সেটাও পরিবর্তন হবে বলে সূত্রের খবর।
এদিকে মঙ্গলবার বেঙ্গালুরুতে দ্বিতীয় দিনের বৈঠকে বিভিন্ন আলোচনার পাশাপাশি এই বিরোধী জোটের নাম ঠিক হয়। তার মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের একটি টুইট নিয়ে শুরু হয় আলোচনা। দেশের নাম ব্যবহার করে এই মহাজোটের নাম হতে চলেছে ইন্ডিয়া। ইন্ডিয়া’র সম্পূর্ণ অর্থ—ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স। যদিও এখনও অফিশিয়াল সিলমোহর পড়েনি এই নামে। তার মধ্যেই উঠেছে আপত্তি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘ন্যাশানাল’ এবং ‘ডেমোক্রেটিক’ শব্দ দুটিতে আপত্তি তোলা হয়। তখন একটি পাল্টে দেওয়া হলেও অন্য আর একটি একই রয়েছে। সেটি পাল্টানো হবে কিনা এখনও জানা যায়নি।
ঠিক কোন পথে ইন্ডিয়া? অন্যদিকে তৃণমূল কংগ্রেস আপত্তি তোলার পর ডেমোক্রেটিক শব্দটি পাল্টে দেওয়া হয়। আর করা হয় ‘ডেভেলপমেন্টাল’। কিন্তু ন্যাশানাল শব্দটি এখনও পাল্টানো হয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এখন পরিবর্তন হয়ে যা দাঁড়াল সেটি হল—ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। ‘ন্যাশনাল’ নিয়ে আপত্তি থাকলেও এখন সেটাই রাখা রয়েছে। তবে পরে পাল্টে যেতে পারে বলে সূত্রের খবর। তবে নামকরণ জোট প্রক্রিয়ার প্রথম ধাপ। বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে অনেক বিষয়ে ঐক্যমত হতে হবে প্রত্যেকটা দলকে বলে বার্তা দেওয়া হয় এই বৈঠক থেকে।
আরও পড়ুন: ‘এটা ভাল, গঠনমূলক ও ফলপ্রসূ বৈঠক’, মমতার বক্তব্য হুবহু টুইট করল কংগ্রেস
কেন এমন আপত্তি তোলা হল? সূত্রের খবর, এনডিএ জোটের পুরো নাম ন্যাশনাল ডেমক্র্যাটিক অ্যালায়েন্স। তাই নতুন জোটের নামে এই দুটি শব্দের পরিবর্তন চেয়ে প্রস্তাব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। একটি সঙ্গে সঙ্গে পরিবর্তন করা হয়েছে। আর একটিও হয়ে যাবে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বলেছেন, বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিরুদ্ধে লড়াই করবে ইন্ডিয়া। লড়াই হবে মোদী বনাম জনতার। ‘ন্যাশনাল ডিজাস্টার অ্যালায়েন্সের’ সঙ্গে লড়াই আম জনতার। বিরোধীদের একজোট হওয়ার এই ছবি দেখে ঘাবড়ে গিয়েছে ওরা। টুইটে ডেরেক ও’ব্রায়েন লেখেন, ‘চক দে ইন্ডিয়া’।