বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Modi on Santokh Singh: 'ব্যথিত...', কংগ্রেস সাংসদ সন্তোক সিংয়ের অকাল প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

PM Modi on Santokh Singh: 'ব্যথিত...', কংগ্রেস সাংসদ সন্তোক সিংয়ের অকাল প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  (ANI) (HT_PRINT)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শোকবার্তায় জানিয়েছেন, ‘তাঁকে (সন্তোক সিং চৌধুরী) মনে রাখা হবে পঞ্জাবের মানুষের প্রতি তাঁর সেবাভাবের জন্য।’ এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী লেখেন, ‘খুবই ব্যথিত, সাংসদ শ্রী সন্তোক সিং চৌধুরীর প্রয়াণের খবরে। তিনি পঞ্জাবের মানুষের সেবার কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা। ওম শান্তি।’

কংগ্রেসের সাংসদ সন্তোক সিং চৌধুরীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'র মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেসের ওই সাংসদ। মুহূর্তে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও, প্রাণ রক্ষা করা যায়নি। পঞ্জাবে ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন এই ঘটনা ঘটে। সাংসদের প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের অনেকেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শোকবার্তায় জানিয়েছেন, ‘তাঁকে (সন্তোক সিং চৌধুরী) মনে রাখা হবে পঞ্জাবের মানুষের প্রতি তাঁর সেবাভাবের জন্য।’ এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী লেখেন, ‘খুবই ব্যথিত, সাংসদ শ্রী সন্তোক সিং চৌধুরীর প্রয়াণের খবরে। তিনি পঞ্জাবের মানুষের সেবার কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা। ওম শান্তি।’ পঞ্জাবের বিধানসভায় বিরোধী দলের নেতা প্রতাপ সিং বাজওয়া জানান, সাংসদ সন্তোক সিং যোগ দিয়েছিলেন ‘ভারত জোড়ো যাত্রা’য়। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন এই যাত্রা পঞ্জাবের ফিল্লোরিতে পৌঁছতেই তিনি সেখানে যোগ দেন। অনেকটা পথ হাঁটার পরই তাঁর শরীর খারাপ লাগতে থাকে। আচমকাই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ততক্ষণে তাঁর আশপাশে কেরল সমেত বিভিন্ন রাজ্যের সাংসদরা হাঁটছিলেন। সঙ্গে সঙ্গে সন্তোক সিংকে ভর্তি করা হয় হাসপাতালে। ফাগওয়ান সিভিল হাসপাতালে তাঁকে ভর্তি করার পর সেখানে সাংসদককে মৃত বলে ঘোষণা করা হয়। মনে করা হচ্ছে, অ্যাম্বুলেন্সে যেতে যেতেই হয়েছে তাঁর মৃত্যু।

জানা গিয়েছে, সাংসদের শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর নিজস্ব গ্রামে। রবিবার সেই শেষকৃত্য সম্পন্ন হবে। এদিকে, সাংসদের মৃত্যুর খবরে স্বভাবতই শোকাহত রাহুল গান্ধী। হাসপাতালে যাওয়া ছাড়াও, সাংসদের বাড়িতে তিনি যান। জলন্ধরে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জানা গিয়েছে, ‘ভারত জোড়ো যাত্রা’ আপাতত ২৪ ঘণ্টার জন্য স্তব্ধ রাখা হবে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানও এই প্রয়াণে শোক জানিয়েছেন, তিনি টুইটে লেখেন, ‘আমি গভীরভাবে শোকাহত কংগ্রেসের জলন্ধরের সাংসদ সন্তোক সিংয়ের অকাল প্রয়াণে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন