বারাণসী গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই এক কিশোরীর কবিতা শুনে উচ্ছাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেয়েটি তাঁর কবিতার শেষে বলেছিল জয় মোদী, জয় হিন্দুস্তান! আর সেটা শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটাই কথা ওয়াহ!
দুদিনের সফরে বারাণসী গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি মধ্যাহ্নভোজন সারেন। ৩৭টি প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। শহর ও পূর্বাঞ্চলের জন্য সব মিলিয়ে ১৯,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সেই সঙ্গেই তিনি কাশী তামিল সঙ্গমমের সূচনা করেন। নমোঘাট থেকে এই কর্মসূচি হয়েছে। কন্য়াকুমারী থেকে বারানসী পর্যন্ত একটা ট্রেনের সূচনা করেন তিনি।
বারাণসী পৌঁছেই কাশীতে রোড শো করেন তিনি। বিকশিত ভারত সঙ্কল্প যাত্রার প্রদর্শনীর সূচনা করেন প্রধানমন্ত্রী। কাটিং মেমোরিয়াল ইন্টার কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি একটা ছোট্ট মেয়ের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে ওই বাচ্চা মেয়েটি সালোক সংশ্লেষের নানা দিক তুলে ধরে প্রধানমন্ত্রীর সামনে।
ওই কিশোরীর প্রতিভায় মুগ্ধ প্রধানমন্ত্রী। বাচ্চাটির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বাচ্চাটিকে প্রশ্ন করেন, তুমি কোন ফল ভালোবাসো না?
একটু ভেবে মেয়েটি বলে, উচ্ছে।
এরপর মেয়েটি বলে, আপনি অনুমতি দিলে আমি একটা কবিতা বলতে পারি। এরপর মোদী বলেন, তুমি কি কবি নাকি?
এরপর কবিতা বলা শুরু করে মেয়েটি। খুব মন দিয়ে মোদী ওই কবিতা শুনতে থাকেন। প্রধানমন্ত্রী ওই কিশোরীর সঙ্গে তাঁর কথাবার্তার কিছু অংশ ইন্সটাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমার বারাণসীর বন্ধু বিজ্ঞানও জানে আবার কবিতাও জানে। মজা করে লিখেছেন মোদী। সেই সঙ্গে ওই কিশোরীর প্রতিভার তারিফ করেছেন তিনি।
এর আগেও প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছে বাচ্চাদের সঙ্গে মিশে যেতে। দেশে কিংবা বিদেশে প্রধানমন্ত্রী বাচ্চাদের সঙ্গে খুব ভালো ভাবেই মিশে যান। এর আগেও বিদেশের মাটিতেও দেখা গিয়েছিল তিনি শিশুদের সঙ্গে গল্প করছেন। তাদের মতো করে তিনি মিশে যান।