বাংলা নিউজ > ঘরে বাইরে > অবশেষে উদ্ধার বিজেপি সভাপতি জেপি নড্ডার স্ত্রীয়ের গাড়ি,ধৃত ২

অবশেষে উদ্ধার বিজেপি সভাপতি জেপি নড্ডার স্ত্রীয়ের গাড়ি,ধৃত ২

উদ্ধার জেপি নাড্ডার স্ত্রীয়ের গাড়ি

চুরির ঘটনায় ধৃত দুজনের নাম শাহিদ এবং শিবাং ত্রিপাঠী। তারা বদকলের বাসিন্দা। অভিযুক্তরা একটি হুন্ডাই ক্রেটা গাড়িতে করে ওই গাড়িটি চুরি করতে এসেছিল। এরপর বাদকলে গাড়িটি নিয়ে গিয়ে তারা ফরচুনারের নম্বর প্লেট বদলে ফেলে। পরে আলিগড়, লখিমপুর খেরি, বেরেলি, সীতাপুর, লখনউ হয়ে বারাণসীতে পৌঁছয়। 

গত মাসে চুরি হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার স্ত্রী মল্লিকা নড্ডার ফরচুনা এসইউভি গাড়ি। অবশেষে চুরি হওয়া সেই গাড়িটি বারাণসী থেকে উদ্ধার করল পুলিশ। গত ১৯ মার্চ দিল্লির গোবিন্দপুরী এলাকা থেকে এই গাড়িটি চুরি হয়েছিল। গাড়ির চালকের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করে। এর পরে পুলিশ গাড়ির খোঁজে তল্লাশি অভিযানে নেমে পড়ে। ভোটের মুখে বিজেপি সভাপতির স্ত্রীর গাড়ি চুরিকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা দেশে। এই চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: মেয়ে পালানোয় মা'কে নগ্ন করে মার, কর্ণাটকের ঘটনায় কংগ্রেসকে আক্রমণ নড্ডার

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় ধৃত দুজনের নাম শাহিদ এবং শিবাং ত্রিপাঠী। তারা বদকলের বাসিন্দা। অভিযুক্তরা একটি হুন্ডাই ক্রেটা গাড়িতে করে ওই গাড়িটি চুরি করতে এসেছিল। এরপর বাদকলে গাড়িটি নিয়ে গিয়ে তারা ফরচুনারের নম্বর প্লেট বদলে ফেলে। পরে আলিগড়, লখিমপুর খেরি, বেরেলি, সীতাপুর, লখনউ হয়ে বারাণসীতে পৌঁছয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা গাড়িটি নাগাল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছিল।

জানা যায়,গত ১৯ মার্চ গাড়ির চালক যোগীন্দর গাড়ি সার্ভিসিং করে রাতের খাবার খেতে গোবিন্দপুরীর বাড়িতে গিয়েছিলেন। সেই সময় গাড়িটি চুরি হয়ে যায়। পরে গাড়ির চালক থানায় গিয়ে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে এবং গাড়িটির তল্লাশি শুরু করে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে গুরুগ্রামের দিকে যেতে দেখে। এই গাড়ির নম্বরটি হিমাচল প্রদেশের। আসলে জেপি নড্ডা মূলত হিমাচল প্রদেশের এবং গাড়িটি সেখান থেকেই নথিভুক্ত করা ছিল।

একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ভারতে গাড়ি চুরির ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। ওই রিপোর্টে বলা হয়েছে ২০২২ সালের তুলনায় গতবছর গাড়ি চুরির ঘটনা ২.৫ গুণ বেড়েছে। আর এই চুরির তালিকার শীর্ষে রয়েছে দিল্লি। প্রতিবেদনে দাবি করা হয়েছে, দিল্লিতে প্রতি ১৪ মিনিটে একটি গাড়ি চুরি হয়। উল্লেখ্য, ২০২৩ সালে, প্রতিদিন ১০৫ টি করে গাড়ি চুরির ঘটনা ঘটেছিল। তবে ২০২৩ সালে গোটা দেশে গাড়ি চুরির ঘটনা বাড়লেও ২০২২ সালের তুলনায় গত বছর সেই সংখ্যাটা কম ছিল।

পরবর্তী খবর

Latest News

‘কংগ্রেসের ভোট ব্যাঙ্ক হবেন না,’ মুসলিমদের সতর্ক করলেন রিজিজু নভেম্বরে ৫ দেশের দল নিয়ে শুরু গ্লোবাল সুপার লিগ! ওয়েস্ট ইন্ডিজে খেলবে KKR-CSK? ঘুরিয়ে খলিস্তানের দাবি নাকচ কানাডার, এখনও নিজ্জর খুনে পেল না ভারত যোগের প্রমাণ এখনও পার্টনার জোগাড় হয়নি?মেষ সহ কোন ৫রাশির জাতকরা এবারও একাই পুজো কাটাতে পারেন তফসিলি স্বীকৃতি আদায়ে একজোট বাংলা-সিকিমের গোর্খা উপজাতিরা, পাশে বিজেপি সাংসদ! চিকিৎসায় ২০২৪-এর নোবেল পেলেন ২ মার্কিন বিজ্ঞানী, গবেষণা করেন মাইক্রো RNA নিয়ে যেন ঝিনুকের মাঝে মুক্তো বা ফোয়ারা! নাতাশার প্যারিস গালার সাজ দেখে হেসে খুন সবাই ফ্রনফুটে এসে অজি তারকার মাথার ওপর ছয়! দঃ আফ্রিকার স্মৃতি মনে করালেন শ্রীসন্থ… পুজোর আগেই ঘরে শ্যামা পোকার উপদ্রব শুরু হয়েছে? মুক্তি পেতে মাথায় রাখুন এই টিপস এখনই টিম পাঠান, মহিলারা খুব আতঙ্কে রয়েছেন, জয়নগরের ঘটনায় কেন্দ্রকে চিঠি সুকান্তর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.