শিব সেনা নেতা সঞ্জয় রাউত রবিবার দাবি করেছিলেন, এনসিপি নেতা শারদ পাওয়ার সম্প্রতি জানিয়েছিলেন তাঁর দল বিজেপির হাত ধরবে না। যদি কেউ নিজের মতো সিদ্ধান্ত নেয় সেটা তাঁর সিদ্ধান্ত।
দলের মুখপাত্র সামানার একটি প্রতিবেদনে সঞ্জয় রাউত জানিয়েছেন, এনসিপি নেতা অজিত পাওয়ার বিজেপির হাত ধরবেন বলে জোর জল্পনা ছড়িয়েছে। সুপ্রিম কোর্টে একনাথ শিন্ডের অনুগামী ১৬জন বিধায়কের পদ খারিজের আবেদন করা হয়েছে। তার মধ্যেই এবার অজিত পাওয়ার বিজেপিতে যোগ দান করতে পারেন বলে খবর।
এদিকে অজিত পাওয়ার বর্তমানে বিরোধী দলনেতা। তিনি অবশ্য এই জল্পনা মানতে পারেননি। এদিকে শুক্রবার রাতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন বলে খবর। কিন্তু সেই দেখা করার খবর মানতে চাননি শরদের ভাইপো অজিত পাওয়ার।
এদিকে মহারাষ্ট্রে মহা বিকাশ অগধির বিরুদ্ধে বিরোধী হিসাবে রয়েছেন ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি, উদ্ধব ঠাকরের শিবসেনা ও কংগ্রেস রয়েছে। সঞ্জয় রাউত সামানাতে জানিয়েছেন, শরদ পাওয়ার মঙ্গলবার তাঁকে জানিয়েছেন, কেউই দল বদলে অন্যত্র যেতে চান না কিন্তু পরিবারকে টার্গেট করা হচ্ছে। যদি কেউ দল ছাড়ার ব্যাপারে ব্যক্তিগত সিদ্ধান্ত নেন সেটা একেবারেই তাঁর নিজস্ব ব্যাপার। কিন্তু দল হিসাবে আমরা কোনও দিনই বিজেপির সঙ্গে যাব না।
এদিকে বর্তমান রাজ্য সরকারের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্য়ে ব্যপক ক্ষোভ তৈরি হয়েছে। কেউ যদি বিজেপিতে যোগ দেন তবে সেটা হবে তাঁর রাজনৈতিক আত্মহত্যা। এটা উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ার অনুভব করেছিলেন। দলের মুখপত্রে এমনটাই লিখেছেন সঞ্জয় রাউত।
এদিকে সঞ্জয় রাউত জানিয়েছেন, অজিত পাওয়ার শেষ পর্যন্ত ঠিক কী সিদ্ধান্ত নেন, তাঁর রাজনৈতিক অবস্থান ঠিক কী হয় তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। সেটা তাঁকেই পরিষ্কার করতে হবে। জানিয়েছেন সঞ্জয় রাউত।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup