বাংলা নিউজ > ঘরে বাইরে > Port Blair Airport Ceiling dops: সদ্য মোদী করেছিলেন উদ্বোধন, আর এরই মাঝে ভেঙে পড়ল সেই পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের ছাদ

Port Blair Airport Ceiling dops: সদ্য মোদী করেছিলেন উদ্বোধন, আর এরই মাঝে ভেঙে পড়ল সেই পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের ছাদ

বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের নয়া টার্মিনালের বেহাল দশা

গত মঙ্গলবার নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন পোর্ট ব্লেয়ারের বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের নয়া টার্মিনালের। এর এক সপ্তাহও হয়নি। সামনে এসেছে টার্মিনালের বেহাল চিত্র। ভেঙে পড়েছে টার্মিনালের ছাদ। যা নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়েছেন। 

আন্দামান নিকোরবর দ্বীপের পোর্ট ব্লেয়ারের জন্য সম্প্রতি একটি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সপ্তাহও হয়নি এই বিমানবন্দর উদ্বোধনের। আর তারই মধ্যে এই বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ল। সেই ভাঙা ছাদের ভিডিয়ো এবং ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের জয়রাম রমেশ। পোর্ট ব্লেয়ারের 'বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের' ভাঙা ছাদের ভিডিয়ো ও ছবি রিটুইট করে মোদীকে তুলোধনা করেন কংগ্রেস নেতা।

টুইট বার্তায় জয়রাম রমেশ লেখেন, 'আজকাল প্রধানমন্ত্রী যেকোনও কিছুই উদ্বোধন করে দেবেন। সেটার কাজ পূর্ণ হোক কি না হোক, সেই পরিকাঠামোর (হাইওয়ে, এয়ারপোর্ট, ব্রিজ) গুণগত মান পর্যাপ্ত হোক কি না হোক, তাতে তাঁর কিছু যায় আসে না। আর নিজেদের দর বাড়াতে আগ্রহী মন্ত্রীরাও আনন্দ সহকারে মোদীর কথা মতো চলেন। এটা সাধারণ করদাতাদের টাকায় তৈরি হয়। সাধআরণ মানুষ এর দাম চুকোয়। নয়া ভারতের এই কি দুর্দশা।'

উল্লেখ্য, গত সপ্তাহেই বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মঙ্গলবারের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কেন্দ্রীয় সড়ক, পরিবহন ও মহাসড়ক এবং বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিংও। বিমানবন্দর প্রাঙ্গণে ভিডি সাভারকরের একটি মূর্তি উন্মোচন করা হয়। আর টার্মিনালটিকে ঝিনুকের আকারে তৈরি করা হয়েছে। বাৎসরিক ৪০ লক্ষ যাত্রী ধারণের ক্ষমতা রয়েছে এই নয়া টার্মিনালের। এদিকে টার্মিনালের ছাদ এবং দেওয়াল এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে দিনের মধ্যে ১২ ঘণ্টায় প্রাকৃতিক আলোয় আলোকিত হয় সেটি। নতুন টার্মিনালে 'ব্যস্ততম মুহূর্তে' একসঙ্গে ১২০০ যাত্রী ধারণের ক্ষমতা রয়েছে। আনুমানিক ৭০৭.৮৩ কোটি টাকা খরচে প্রকল্পটি বাস্তবায়িত করেছিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তবে উদ্বোধনের এক সপ্তাহ যেতে না যেতেই বিতর্ক তৈরি হল নয়া এই টার্মিনালকে ঘিরে। অভিযোগ, টার্মিনালের সামনের ছাদ খুলে পড়ে যাচ্ছে। সেই নিয়ে ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়ে কেন্দ্রকে আক্রমণ শানানোর সুযোগ হাতছাড়া করেনি বিরোধীরাও। তাঁদের অভিযোগ, নির্বাচন ঘনিয়ে আসতেই উদ্বোধনের হিড়িক বেড়েছে। প্রকল্পের কাজ শেষে করতে তাড়াহুড়ো করা হচ্ছে। মানুষের মন জয় করতে অসম্পূর্ণ অবস্থাতেই বহু জিনিসের উদ্বোধন হয়ে যাচ্ছে। 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন… সাত বছর পরে আবার শুরু হবে এই টুর্নামেন্ট! সচিন থেকে লারা খেলেছিলেন সকলেই বাংলাদেশের ঢাকায় এবার কতগুলি পুজো হবে? কতটা কড়া নিরাপত্তা? জানাল পড়শি প্রশাসন উৎসবের মরশুমে ৬৫৫৬টি স্পেশাল ট্রেন চলবে দেশে, শিয়ালদা থেকে কবে ছুটবে পুজোর লোকাল দিনভর প্যান্ডেল হপিং করে ক্লান্ত? নিজেকে তরতাজা করতে সঙ্গে রাখুন এগুলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.