বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘সোনিয়া, রাহুলদের সঙ্গে আমি বসেছি, অপনি নন’, কংগ্রেস বিধায়কদের অপমান করে বিধানসভায় আটকে রাখার নিদান পঞ্জাবের CM-র

‘সোনিয়া, রাহুলদের সঙ্গে আমি বসেছি, অপনি নন’, কংগ্রেস বিধায়কদের অপমান করে বিধানসভায় আটকে রাখার নিদান পঞ্জাবের CM-র

ভগবন্ত মান। (HT_PRINT)

বিধানসভা ‘লক’ করলে বিরোধীরা ওয়াক করতে পারবে না! পঞ্জাবের CMএর বার্তায় ধুন্ধুমার, চলল AAP-কংগ্রেস ঝগড়া।

বিধানসভায় বিপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠে সদ্য এক মন্তব্যের জেরে বিতর্কের কেন্দ্রে রয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বিধানসভায় প্রশ্ন উত্তরকালে তিনি শাসক-বিরোধী পক্ষের মধ্যে তুমুল বচসার মাঝে ভগবন্ত মানের মন্তব্য নিয়ে পঞ্জাবের বিধানসভায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। বিধানসভায় বিরোধী নেতা প্রতাপ সিং বাজওয়ার সঙ্গে ভগবন্ত মানের কথাকাটাকাটি একটি ভয়াবহ পর্যায় পৌঁছয়। সেই সময় ইন্ডি জোটসঙ্গী কংগ্রেসের নেতার বিরুদ্ধেও তোপ দাগতে ছাড়েননি ভগবন্ত মান।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এতটাই ক্ষোভে মত্ত হয়ে যান যে ভরা বিধানসভায় বিপক্ষের কংগ্রেসের নেতার দিকে তিনি কটাক্ষের সুরে একের পর এক মন্তব্য করেন। ভগবন্ত মান বলেন, ‘কার সঙ্গে রাহুল, সোনিয়া গান্ধীরা ওঠাবসা করেন? আমার সঙ্গে। কখনও তাঁদের সঙ্গে বসেছেন?’ কংগ্রেস নেতাকে এমন আক্রমণের পরই ভগবন্ত মান বলেন, ‘এক হাতে আপনারা আমাদের সঙ্গে চুক্তি করছেন.. যান বলুন ওঁদের (রাহুল ও সোনিয়া গান্ধী) আমাদের কুরুক্ষেত্র, দিল্লি, গুজরাট আসন দিতে হবে না।’ এরই সঙ্গে কংগ্রেসকে কটাক্ষের সুরে ভগবন্ত মান স্মরণ করিয়ে দেন কংগ্রেসের বহু বর্ষীয়ান নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। 

( Pak Terrorist death Mysteriously: পাকিস্তানে রহস্যজনকভাবে মৃত্যু কাশ্মীরি জঙ্গির! সন্ত্রাসবাদী চিমার পর এবার খবরে রহমান)

এদিকে, জানা গিয়েছে, পঞ্জাব বিধানসভায় অধিবেশন শুরুর আগে স্পিকারকে একটি খামে তালা আর চাবি দিয়ে দেন ভগবন্ত মান। প্রতীকী কটাক্ষের সুরে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা ভিতর থেকে 'লক' করে দিলে আর বিরোধীরা ওয়াক আউট করতে পারবেন না। বিধানসভার স্পিকারকে ভগবন্ত মান বলেন, ‘আমি সত্য কথা বলব, এবং তারা তা সহ্য করবে না। একটি তালা রাখুন যাতে তারা ওয়াক আউট না করেন।’ 

এরপর থেকেই বিধানসভায় তুমুল হইহট্টোগোল শুরু হয়। এদিকে, অধিবেশনে আপ বিধায়কদের দাবি মেনে স্পিকার আলোচনার নীতিতে বদল আনলে, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিপক্ষের নেতারা। এদিকে, বিধানসভা ‘লক’ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর সরকার বিধানসভায় কিছুতেই ভিতর থেকে তালা লাগাতে পারে না। আর বিধায়কদের বন্দি করতে পারে না। তাঁরা সাফ বলছেন, ওয়াক আউট গণতান্ত্রিক অধিকার।

পরে বিধানসভায় তালা লাগানো ইস্যুতে স্পিকার বিষয়টি নিয়ে ব্যাখ্যা করেন। স্পিকার বলেন,' হাউস তালা দেওয়া মুখ্যমন্ত্রীর একটি প্রতীকী মন্তব্য, এবং কেউ বিধানসভা তালা দিতে যাচ্ছে না।'

 

 

 

 

 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.