ইডি গ্রেফতার করতেই কান্নায় ভেঙে পড়লেন তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি। আর্থিক তছরুপের মামলায় ১৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারপর চেন্নাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়ি থেকে নামার আগে শুয়ে-শুয়েই কাঁদতে থাকেন তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী। সেই অবস্থায় তাঁকে চ্যাংদোলা করে গাড়ি থেকে নামিয়ে আনে পুলিশ। যে ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সেন্থিল। সেজন্য কাঁদছিলেন। তারইমধ্যে তামিলনাড়ুর শাসক দল ডিএমকের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জন্য সেন্থিলকে গ্রেফতার করিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। বিষয়টি নিয়ে বিজেপির তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি।
সেন্থিলের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার যে অভিযোগ উঠেছে, সেই মামলায় সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়ার মাসকয়েক পরে মঙ্গলবার চেন্নাই, কারুর এবং ইরোডে অভিযান চালায় ইডি। সেন্থিলের বাসভবনেও চলে অভিযান। তারপর রাত প্রায় দুটো নাগাদ তাঁকে গাড়িতে চাপিয়ে নিয়ে বেরিয়ে যায় ইডির দল। প্রাথমিকভাবে ডিএমকে তরফে দাবি করা হয়, সেন্থিলকে কোথায় নিয়ে যাচ্ছে ইডি, সে বিষয়ে কিছু জানা নেই। তাঁর অস্বস্তি হচ্ছে বলে ইডিকে জানান সেন্থিল। কিছুক্ষণ পরে তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁকে কাঁদতে দেখা যায়।
আরও পড়ুন: দুর্নীতি জোর করে স্বীকার করতে চাপ দিচ্ছে ইডি, আদালতে বিস্ফোরক কালীঘাটের কাকু
ভিডিয়োয় দেখা গিয়েছে, চেন্নাইয়ের একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার পর গাড়িতে শুয়ে আছেন সেন্থিল। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গাড়িতে শুয়ে কাঁদছিলেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, যন্ত্রণার জেরে কাতরাচ্ছিলেন তামিলনাড়ুর মন্ত্রী। তারইমধ্যে তাঁকে চ্যাংদোলা করে গাড়িতে থেকে নামিয়ে আনে পুলিশ। যিনি আগে এআইডিএমকেতে ছিলেন। জয়ললিতা সরকারের পরিবহণমন্ত্রীও ছিলেন সেন্থিল।
তারইমধ্যে তামিলনাড়ুর মন্ত্রী পি একে শেখর বাবু দাবি করেন, সেন্থিলকে 'অত্যাচার' করার 'চিহ্ন' মিলেছে। তিনি বলেন, ‘ও এখন আইসিইউতে ভরতি আছে। সংজ্ঞা নেই ওর। আমি যখন ওর নাম ধরে ডাকি, ও সাড়া দেয়নি। ওকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওর কানের কাছে ফুলে আছে। ইসিজির গ্রাফও ওঠানামা করছে। (ওর শরীরে) অত্যাচারের চিহ্ন আছে।’ তবে সেন্থিলের শারীরিক অবস্থার বিষয়ে ইডির তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, আজ তাঁকে আদালতে পেশ করা হবে।